ETV Bharat / bharat

ডোডায় সেনা-জঙ্গি গুলির লড়াই, শহিদ ক্যাপ্টেন-সহ 4 জওয়ান - Doda Encounter

author img

By ETV Bharat Bangla Team

Published : Jul 16, 2024, 7:45 AM IST

Updated : Jul 16, 2024, 12:32 PM IST

Encounter in Doda: এনকাউন্টার চলছে জম্মু ও কাশ্মীরের ডোডায় ৷ সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ে শহিদ হয়েছেন চার সেনা জওয়ান ৷

Encounter in Doda
ডোডায় সেনা-জঙ্গি এনকাউন্টার (ইটিভি ভারত)

ডোডা (জম্মু ও কাশ্মীর), 16 জুলাই: মঙ্গলবার ভোরে ডোডা জেলার দেশা জঙ্গলে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় ৷ যার জেরে শহিদ হয়েছেন চার সেনা জওয়ান । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই জম্মু এবং কাশ্মীরের ডোডায় এনকাউন্টার শুরু হয় ৷ তাতে এক অফিসার-সহ 5 ভারতীয় সেনা জওয়ান গুরুতর আহত হন ৷ হাসপাতালে মৃত্যু হয় চারজনের ৷

সূত্রের খবর, সোমবার সন্ধেয় ডোডা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের উরারবাগীতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযান শুরু হয় । এনকাউন্টার শুরু হলে সন্ত্রাসবাদীরা পালানোর চেষ্টা করে ৷ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের তাড়া করেন সেনার একটি দল ৷ রাত 9টা নাগাদ ফের এনকাউন্টার শুরু হয় ৷ গুরুতর আহত হন এক গ্রুপ ক্যাপ্টেন-সহ চার সেনা জওয়ান ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয় ৷ আরেক সেনা জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক ৷

নিহত চার ভারতীয় সেনার মধ্যে রয়েছেন 10 RR-এর মেজর ব্রিজেশ থাপ্পা । সেনাবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, ‘‘সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে অফিসার-সহ চার সেনা সদস্য এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্য আহত হয়েছেন ৷ প্রাথমিকভাবে 20 মিনিটেরও বেশি সময় ধরে এনকাউন্টার চলে ।’’

জম্মুতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় হামলা...

গত সপ্তাহে কাঠুয়ায় পাঁচ সেনা নিহত হওয়ার পর জম্মু অঞ্চলে এটি দ্বিতীয় বড় হামলা । 12 জন সৈন্যের দু’টি ট্রাকের উপর হামলা করে সন্ত্রাসবাদীরা । গত আড়াই বছরে জম্মু অঞ্চলে 48 জন সেনা নিহত হয়েছেন । অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, 60 জনেরও বেশি সন্ত্রাসবাদী যারা গভীর জঙ্গলে যুদ্ধে প্রশিক্ষিত, জম্মু অঞ্চলে ছড়িয়ে রয়েছে । যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ভূস্বর্গে ৷

ডোডা (জম্মু ও কাশ্মীর), 16 জুলাই: মঙ্গলবার ভোরে ডোডা জেলার দেশা জঙ্গলে সেনাবাহিনী এবং জঙ্গিদের মধ্যে তীব্র গুলিবিনিময় ৷ যার জেরে শহিদ হয়েছেন চার সেনা জওয়ান । জানা গিয়েছে, সোমবার সন্ধ্যা থেকেই জম্মু এবং কাশ্মীরের ডোডায় এনকাউন্টার শুরু হয় ৷ তাতে এক অফিসার-সহ 5 ভারতীয় সেনা জওয়ান গুরুতর আহত হন ৷ হাসপাতালে মৃত্যু হয় চারজনের ৷

সূত্রের খবর, সোমবার সন্ধেয় ডোডা থেকে প্রায় 55 কিলোমিটার দূরে দেশা বনাঞ্চলের উরারবাগীতে রাষ্ট্রীয় রাইফেলস এবং জম্মু-কাশ্মীর পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের যৌথ অভিযান শুরু হয় । এনকাউন্টার শুরু হলে সন্ত্রাসবাদীরা পালানোর চেষ্টা করে ৷ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তাদের তাড়া করেন সেনার একটি দল ৷ রাত 9টা নাগাদ ফের এনকাউন্টার শুরু হয় ৷ গুরুতর আহত হন এক গ্রুপ ক্যাপ্টেন-সহ চার সেনা জওয়ান ৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয় ৷ আরেক সেনা জওয়ানের অবস্থাও আশঙ্কাজনক ৷

নিহত চার ভারতীয় সেনার মধ্যে রয়েছেন 10 RR-এর মেজর ব্রিজেশ থাপ্পা । সেনাবাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, ‘‘সন্ত্রাসীদের সঙ্গে গুলিবিনিময়ে অফিসার-সহ চার সেনা সদস্য এবং জম্মু-কাশ্মীর পুলিশের সদস্য আহত হয়েছেন ৷ প্রাথমিকভাবে 20 মিনিটেরও বেশি সময় ধরে এনকাউন্টার চলে ।’’

জম্মুতে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় হামলা...

গত সপ্তাহে কাঠুয়ায় পাঁচ সেনা নিহত হওয়ার পর জম্মু অঞ্চলে এটি দ্বিতীয় বড় হামলা । 12 জন সৈন্যের দু’টি ট্রাকের উপর হামলা করে সন্ত্রাসবাদীরা । গত আড়াই বছরে জম্মু অঞ্চলে 48 জন সেনা নিহত হয়েছেন । অভ্যন্তরীণ রিপোর্ট বলছে, 60 জনেরও বেশি সন্ত্রাসবাদী যারা গভীর জঙ্গলে যুদ্ধে প্রশিক্ষিত, জম্মু অঞ্চলে ছড়িয়ে রয়েছে । যা ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে ভূস্বর্গে ৷

Last Updated : Jul 16, 2024, 12:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.