ETV Bharat / bharat

আইফোনে আবারও স্পাইওয়্যার আক্রমণ! ভারত-সহ 92টি দেশকে সতর্ক করল অ্যাপল - Iphone - IPHONE

Mercenary Spyware Attack: ফের অ্যাপলের তরফে আইফোন ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা এল ৷ শুধু ভারত নয়, আরও 91টি অন্যান্য দেশকে মারশেনারি স্পাইওয়্যার আক্রমণের বিষয়ে সতর্ক করল এই কোম্পানি ৷ পেগাসাস ম্যালওয়্যারের পর চর্চা শুরু হয়েছে মারশিনারি স্পাইওয়্যার নিয়ে ৷

Apple
Apple
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 2:19 PM IST

হায়দরাবাদ, 11 এপ্রিল: আপনার অজান্তেই আইফোনে হতে পারে মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ ৷ ভারত-সহ 91টি অন্যান্য দেশকে এ ব্যাপারে সতর্ক করল আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল ৷ আইফোনে থ্রেট নোটিফিকেশন পাঠিয়ে নতুনভাবে সতর্ক করা হল ডিভাইস ব্যবহারকারীদের ৷ অ্যাপলের তরফে বলা হয়েছে, আইফোনে ইজরায়েলি এনএসও গ্রুপের বিতর্কিত পেগাসাস ম্যালওয়্যার-সহ মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ হতে পারে । থ্রেট নোটিফিকেশনে লেখা রয়েছে, "সতর্কতা: অ্যাপল আপনার আইফোনে একটি টার্গেটেড মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ সনাক্ত করেছে ৷"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "মারশিনারি স্পাইওয়্যার আপনার অ্যাপল আইডির সঙ্গে সম্পর্কিত আইফোনের তথ্য চুরি করার চেষ্টা করছে। আপনি কে বা আপনার পেশা কী, তা জানতে এই স্পাইওয়্যারটি সম্ভবত আপনাকে বিশেষভাবে টার্গেট করছে । যদিও এই ধরনের আক্রমণ কখন হবে নিখুঁতভাবে সেই সময় সনাক্ত করা কখনোই সম্ভব নয়, তবুও অ্যাপলের এই সতর্কতার কথা মাথায় রাখুন ৷ দয়া করে এটিকে গুরুত্ব সহকারে নিন ৷"

অ্যাপল বলেছে, লক্ষ লক্ষ ডলার খরচ করে স্বল্প সংখ্যক আউ ফোন ব্যবহারকারীদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে ৷ পাবলিক রিপোর্টিং এবং গবেষণায় দেখা গিয়েছে যে মারশিনারি স্পাইওয়্যার আক্রমণগুলি আধুনিক কম্পিউটিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশি হচ্ছে ৷ যেমন, আইওএস এবং সাফারির পাশাপাশি গুগল অ্যান্ড্রয়েড, গুগল ক্রম এবং মাইক্রোসফট উইন্ডোজ ৷ সেইসঙ্গে আইমেসেজ এবং হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন ধরনের মেসেজিং এবং ক্লাউড অ্যাপে । এই আক্রমণগুলিতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ক্রমাগত বিকশিত হচ্ছে ৷

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের প্রাপ্ত সমস্ত লিঙ্কের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রেরক সম্পর্কে নিশ্চিত না-হয়ে অপ্রত্যাশিত বা অজানা কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোম্পানি অবশ্য বলেছে, কী কারণে হুমকির বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে সে সম্পর্কে আরও তথ্য দেওয়া যাবে না ৷

গত বছরের অক্টোবরে আইফোনে সম্ভাব্য স্টেট-স্পনসরড স্পাইওয়্যার আক্রমণ সম্পর্কে সতর্কবার্তা এসেছিল ৷ দেশজুড়ে বিরোধী নেতাদের কাছে এই ধরনের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল । তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, শিবসেনা (ইউবিটি) এর প্রিয়াঙ্কা চতুর্বেদী, কংগ্রেসের সাংসদ শশী থারুর এবং তাঁর দলের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা এই নেতাদের তালিকায় ছিলেন ৷ যারা দাবি করেছিলেন যে তারা অ্যাপলের কাছ থেকে এই বার্তা পেয়েছেন । অ্যাপল 2021 সালের নভেম্বরে থ্রেট নোটিফিকেশন সিস্টেম চালু করেছিল ৷ স্টেট-স্পন্সর আক্রমণকারীদের দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে এমন ব্যবহারকারীদের সতর্ক করতে এটি চালু হয় ।

আরও পড়ুন:

  1. পিছিয়ে চিন, ভারতে আইফোনের উৎপাদন বেড়ে দ্বিগুণ
  2. যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে
  3. দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন

হায়দরাবাদ, 11 এপ্রিল: আপনার অজান্তেই আইফোনে হতে পারে মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ ৷ ভারত-সহ 91টি অন্যান্য দেশকে এ ব্যাপারে সতর্ক করল আইফোন নির্মাতা সংস্থা অ্যাপল ৷ আইফোনে থ্রেট নোটিফিকেশন পাঠিয়ে নতুনভাবে সতর্ক করা হল ডিভাইস ব্যবহারকারীদের ৷ অ্যাপলের তরফে বলা হয়েছে, আইফোনে ইজরায়েলি এনএসও গ্রুপের বিতর্কিত পেগাসাস ম্যালওয়্যার-সহ মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ হতে পারে । থ্রেট নোটিফিকেশনে লেখা রয়েছে, "সতর্কতা: অ্যাপল আপনার আইফোনে একটি টার্গেটেড মারশিনারি স্পাইওয়্যারের আক্রমণ সনাক্ত করেছে ৷"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, "মারশিনারি স্পাইওয়্যার আপনার অ্যাপল আইডির সঙ্গে সম্পর্কিত আইফোনের তথ্য চুরি করার চেষ্টা করছে। আপনি কে বা আপনার পেশা কী, তা জানতে এই স্পাইওয়্যারটি সম্ভবত আপনাকে বিশেষভাবে টার্গেট করছে । যদিও এই ধরনের আক্রমণ কখন হবে নিখুঁতভাবে সেই সময় সনাক্ত করা কখনোই সম্ভব নয়, তবুও অ্যাপলের এই সতর্কতার কথা মাথায় রাখুন ৷ দয়া করে এটিকে গুরুত্ব সহকারে নিন ৷"

অ্যাপল বলেছে, লক্ষ লক্ষ ডলার খরচ করে স্বল্প সংখ্যক আউ ফোন ব্যবহারকারীদের আক্রমণের লক্ষ্যবস্তু করা হচ্ছে ৷ পাবলিক রিপোর্টিং এবং গবেষণায় দেখা গিয়েছে যে মারশিনারি স্পাইওয়্যার আক্রমণগুলি আধুনিক কম্পিউটিং প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের ক্ষেত্রে বেশি হচ্ছে ৷ যেমন, আইওএস এবং সাফারির পাশাপাশি গুগল অ্যান্ড্রয়েড, গুগল ক্রম এবং মাইক্রোসফট উইন্ডোজ ৷ সেইসঙ্গে আইমেসেজ এবং হোয়াটসঅ্যাপ-সহ বিভিন্ন ধরনের মেসেজিং এবং ক্লাউড অ্যাপে । এই আক্রমণগুলিতে অনেক টাকা বিনিয়োগ করা হয়েছে এবং ক্রমাগত বিকশিত হচ্ছে ৷

অ্যাপল আইফোন ব্যবহারকারীদের প্রাপ্ত সমস্ত লিঙ্কের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রেরক সম্পর্কে নিশ্চিত না-হয়ে অপ্রত্যাশিত বা অজানা কোনো লিংকে ক্লিক করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। কোম্পানি অবশ্য বলেছে, কী কারণে হুমকির বিজ্ঞপ্তি পাঠানো হচ্ছে সে সম্পর্কে আরও তথ্য দেওয়া যাবে না ৷

গত বছরের অক্টোবরে আইফোনে সম্ভাব্য স্টেট-স্পনসরড স্পাইওয়্যার আক্রমণ সম্পর্কে সতর্কবার্তা এসেছিল ৷ দেশজুড়ে বিরোধী নেতাদের কাছে এই ধরনের বিজ্ঞপ্তি পাঠানো হয়েছিল । তৎকালীন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র, শিবসেনা (ইউবিটি) এর প্রিয়াঙ্কা চতুর্বেদী, কংগ্রেসের সাংসদ শশী থারুর এবং তাঁর দলের মিডিয়া এবং প্রচার বিভাগের প্রধান পবন খেরা এই নেতাদের তালিকায় ছিলেন ৷ যারা দাবি করেছিলেন যে তারা অ্যাপলের কাছ থেকে এই বার্তা পেয়েছেন । অ্যাপল 2021 সালের নভেম্বরে থ্রেট নোটিফিকেশন সিস্টেম চালু করেছিল ৷ স্টেট-স্পন্সর আক্রমণকারীদের দ্বারা লক্ষ্যবস্তু হতে পারে এমন ব্যবহারকারীদের সতর্ক করতে এটি চালু হয় ।

আরও পড়ুন:

  1. পিছিয়ে চিন, ভারতে আইফোনের উৎপাদন বেড়ে দ্বিগুণ
  2. যে কোনও সময় হ্যাক হতে পারে সাধের আইফোন! সাবধান হোন সাইবার বিশেষজ্ঞের পরামর্শে
  3. দ্রুত গরম হচ্ছে আইফোন, রিস্টার্ট না রিসেট; কী করবেন জেনে নিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.