ETV Bharat / bharat

রামোজি রাওকে ভারতরত্ন দেওয়ার দাবি চন্দ্রবাবুর, অমরাবতীর উন্নয়নে 10 কোটি অনুদান কিরণের - Ramoji Rao Memorial Meet

Ramoji Rao Memorial Meet: গত 8 জুন প্রয়াত হন মিডিয়া সম্রাট রামোজি রাও ৷ তাঁর স্মরণে একটি সভার আয়োজন করে অন্ধ্রপ্রদেশ সরকার ৷ এই অনুষ্ঠানে রামোজিকে ভারতরত্ন সম্মানে সম্মানিত করার দাবি তুললেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ এদিকে অন্ধ্রের রাজধানী অমরাবতীর উন্নয়নে 10 কোটি টাকা অনুদান দিলেন রামোজি-পুত্র কিরণ রাও ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Jun 27, 2024, 8:31 PM IST

Updated : Jun 27, 2024, 9:40 PM IST

Ramoji Rao Memorial Meet
রামোজি রাও শ্রদ্ধার্ঘ্য নিবেদন অনুষ্ঠানে চন্দ্রবাবু নাইডু ও কিরণ রাও (ইটিভি ভারত)

বিজয়ওয়াড়া, 27 জুন: প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাওকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বৃহস্পতিবার রামোজি রাওয়ের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান ৷ অন্যদিকে এই অনুষ্ঠানেই রাজ্যের রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য 10 কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করলেন রামোজি-পুত্র কিরণ রাও ৷

গত 8 জুন রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও প্রয়াত হন ৷ তাঁর স্মরণে বৃহস্পতিবার সভাটির আয়োজন করেছিল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ সেখানে তাঁকে ভারতরত্ন সম্মাননায় ভূষিত করার দাবি তোলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ বিজয়ওয়াড়ায় মিডিয়া ব্যারনের এই স্মরণসভায় হাজির ছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু রথী-মহারথী ৷ উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, শিক্ষামন্ত্রী তথা চন্দ্রবাবু-তনয় নারা লোকেশ এবং প্রয়াত রামোজি রাওয়ের পরিবারের সদস্যরা ৷

রামোজি রাওয়ের পুত্র তথা ইনাডু-র ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ রাও রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য 10 কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন ৷ তিনি বলেন, "এই মহানগর গড়ে ওঠা নিয়ে তাঁর (রামোজি রাও) একটা দূরদৃষ্টি ছিল ৷ তার প্রতীকস্বরূপ এই অনুদান ৷ আমরা আনন্দের সঙ্গে উন্নয়নের জন্য এই চেকটি দিয়েছি ৷" কিরণ রাও আরও বলেন, "অমরাবতী ছাড়াও তিনি রাজ্যের সার্বিক উন্নয়নের কথাও ভাবতেন ৷" এখানে উল্লেখ্য যে, রামোজি রাও প্রথম অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম অমরাবতী করার প্রস্তাব দেন ৷ পুত্র কিরণ বাবা রামোজি সম্পর্কে বলেন, "জনজীবনে মূল্যবোধের একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন ৷ সারাজীবন তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন ৷"

রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও ৷ এই প্রসঙ্গে ছেলে কিরণ রাও বলেন, "প্রতিটি মহৎ প্রতিষ্ঠানেই কোনও না কোনও কিংবদন্তির ব্যক্তিত্বকে ঘিরে গড়ে ওঠে ৷ ইনাডু এবং রামোজি গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলিতেও কিংবদন্তি শ্রী রামোজি রাওয়ের ব্যক্তিত্বের ছায়া রয়েছে ৷ আমার বাবা কখনও প্রচারের পিছনে ছোটেননি ৷ আইকনিক অমরাবতীকে গড়ে উঠতে দেখা তাঁর অন্যতম স্বপ্ন ছিল ৷ পাশাপাশি উন্নয়নশীল ভারতের স্বপ্ন দেখতেন তিনি ৷"

রামোজি রাও যে গরিমা তিনি রেখে গিয়েছেন, তা এগিয়ে নিয়ে যাবে তাঁর পরিবার এবং রামোজি গ্রুপের সদস্যরা ৷ কিরণ রাওয়ের কথায়, "আমরা,(রামোজি রাও) পরিবারের সবাই তাঁর প্রচেষ্টাগুলিকে নিয়ে চলার চেষ্টা চালিয়ে যাব ৷ বিগত পাঁচ দশক বা তারও বেশি সময় ধরে তিনি ভুলগুলিকে ঠিক করার জন্য সবকিছু বাজি রেখেছেন ৷ দেশের যে কোনও জায়গায় কোনও রকম দুর্যোগের ঘটনা ঘটলে, তিনি সবার আগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থা করতেন ৷ আমরা, রামোজি রাও গাড়ুর পরিবারের সব সদস্য, তাঁর কোম্পানির সহকর্মীরা তাঁর গৌরবকে এগিয়ে নিয়ে যেতে সব দিক দিয়ে চেষ্টা করব ৷"

বিজয়ওয়াড়া, 27 জুন: প্রয়াত মিডিয়া ব্যারন রামোজি রাওকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ বৃহস্পতিবার রামোজি রাওয়ের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা করেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি প্রধান ৷ অন্যদিকে এই অনুষ্ঠানেই রাজ্যের রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য 10 কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করলেন রামোজি-পুত্র কিরণ রাও ৷

গত 8 জুন রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও প্রয়াত হন ৷ তাঁর স্মরণে বৃহস্পতিবার সভাটির আয়োজন করেছিল অন্ধ্রপ্রদেশ সরকার ৷ সেখানে তাঁকে ভারতরত্ন সম্মাননায় ভূষিত করার দাবি তোলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু ৷ বিজয়ওয়াড়ায় মিডিয়া ব্যারনের এই স্মরণসভায় হাজির ছিলেন রাজনৈতিক নেতা থেকে শুরু করে চলচ্চিত্র জগতের বহু রথী-মহারথী ৷ উপস্থিত ছিলেন অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণ, শিক্ষামন্ত্রী তথা চন্দ্রবাবু-তনয় নারা লোকেশ এবং প্রয়াত রামোজি রাওয়ের পরিবারের সদস্যরা ৷

রামোজি রাওয়ের পুত্র তথা ইনাডু-র ম্যানেজিং ডিরেক্টর চেরুকুরি কিরণ রাও রাজধানী অমরাবতীর উন্নয়নের জন্য 10 কোটি টাকা অনুদানের কথা ঘোষণা করেন ৷ তিনি বলেন, "এই মহানগর গড়ে ওঠা নিয়ে তাঁর (রামোজি রাও) একটা দূরদৃষ্টি ছিল ৷ তার প্রতীকস্বরূপ এই অনুদান ৷ আমরা আনন্দের সঙ্গে উন্নয়নের জন্য এই চেকটি দিয়েছি ৷" কিরণ রাও আরও বলেন, "অমরাবতী ছাড়াও তিনি রাজ্যের সার্বিক উন্নয়নের কথাও ভাবতেন ৷" এখানে উল্লেখ্য যে, রামোজি রাও প্রথম অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম অমরাবতী করার প্রস্তাব দেন ৷ পুত্র কিরণ বাবা রামোজি সম্পর্কে বলেন, "জনজীবনে মূল্যবোধের একজন শক্তিশালী যোদ্ধা ছিলেন ৷ সারাজীবন তিনি মানুষের কল্যাণের জন্য কাজ করে গিয়েছেন ৷"

রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও ৷ এই প্রসঙ্গে ছেলে কিরণ রাও বলেন, "প্রতিটি মহৎ প্রতিষ্ঠানেই কোনও না কোনও কিংবদন্তির ব্যক্তিত্বকে ঘিরে গড়ে ওঠে ৷ ইনাডু এবং রামোজি গ্রুপের অন্য প্রতিষ্ঠানগুলিতেও কিংবদন্তি শ্রী রামোজি রাওয়ের ব্যক্তিত্বের ছায়া রয়েছে ৷ আমার বাবা কখনও প্রচারের পিছনে ছোটেননি ৷ আইকনিক অমরাবতীকে গড়ে উঠতে দেখা তাঁর অন্যতম স্বপ্ন ছিল ৷ পাশাপাশি উন্নয়নশীল ভারতের স্বপ্ন দেখতেন তিনি ৷"

রামোজি রাও যে গরিমা তিনি রেখে গিয়েছেন, তা এগিয়ে নিয়ে যাবে তাঁর পরিবার এবং রামোজি গ্রুপের সদস্যরা ৷ কিরণ রাওয়ের কথায়, "আমরা,(রামোজি রাও) পরিবারের সবাই তাঁর প্রচেষ্টাগুলিকে নিয়ে চলার চেষ্টা চালিয়ে যাব ৷ বিগত পাঁচ দশক বা তারও বেশি সময় ধরে তিনি ভুলগুলিকে ঠিক করার জন্য সবকিছু বাজি রেখেছেন ৷ দেশের যে কোনও জায়গায় কোনও রকম দুর্যোগের ঘটনা ঘটলে, তিনি সবার আগে ক্ষতিগ্রস্তদের সাহায্যের ব্যবস্থা করতেন ৷ আমরা, রামোজি রাও গাড়ুর পরিবারের সব সদস্য, তাঁর কোম্পানির সহকর্মীরা তাঁর গৌরবকে এগিয়ে নিয়ে যেতে সব দিক দিয়ে চেষ্টা করব ৷"

Last Updated : Jun 27, 2024, 9:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.