ETV Bharat / bharat

হায়দরাবাদে মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সাক্ষাতে অন্ধ্রের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু - CMs of Andhra Telangana Meet

Chief Ministers of Andhra-Telangana meet in Hyderabad: মুখ্যমন্ত্রী হওয়ার পর দুই রাজ্যের সমস্যা নিয়ে আলোচনা করার আগ্রহ প্রকাশ করেছিলেন চন্দ্রবাবু নাইডু ৷ তাঁর সেই আগ্রহকে স্বাগত জানিয়েছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ শনিবার আলোচনায় বসলেন দুই রাজ্যের মুখ্যমন্ত্রী ৷

author img

By PTI

Published : Jul 6, 2024, 8:09 PM IST

CMs of Andhra Pradesh and Telangana
(বাঁদিক থেকে) অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী (ছবি সৌজন্য: মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেল)

হায়দরাবাদ, 6 জুলাই: দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কিছু ইস্যু নিয়ে আলোচনা করতে তেলেঙ্গানায় অন্ধ্রের মুখ্য়মন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ শনিবার তাঁকে মহাত্মা জ্যোতিরাও ফুলে প্রজা ভবনে স্বাগত জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ 2014 সালে অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে তেলেঙ্গানা রাজ্যের জন্ম হয় ৷

অন্ধ্র ভেঙে দু'টি রাজ্য হওয়া সংক্রান্ত বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা ও সমাধান সূত্র বের করবেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু ও রেভান্থ রেড্ডি ৷ তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় মহাত্মা জ্যোতিরাও ফুলে প্রজা ভবনে দু'জনের মধ্যে দীর্ঘ আলোচনা হবে বলে খবর ৷

2014 সালের 2 জুন অন্ধ্র ভেঙে তেলেঙ্গানার জন্ম হয় ৷ 2014 সালের অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্টের 9 এবং 10 নম্বর ধারার অধীনে রাজ্য পরিচালিত কয়েকটি প্রতিষ্ঠানের ভাগ হওয়া নিয়ে দুই রাজ্যের প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

এই আলোচনার জন্য উদ্যোগ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তিনি 8 জুলাই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ চেয়ে রেভান্থ রেড্ডিকে চিঠি লেখেন ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিও এই আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে চন্দ্রবাবুকে চা-চক্রে আমন্ত্রণ জানান ৷

গত বছরের ডিসেম্বর মাসে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রাজ্য কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডি ৷ এদিকে এবছর মে মাসে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে 175টি আসনের মধ্যে 135টিতে জয়ী হয় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ৷ এরপর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ উপ-মুখ্যমন্ত্রী হন জনসেনা পার্টি প্রধান পবন কল্যাণ ৷ এমনকী কেন্দ্রে সরকার গঠনে বিজেপির সঙ্গে জোট বেধেছে এনডিএ শরিক দল তেলেগু দেশম পার্টি বা টিডিপি ৷

হায়দরাবাদ, 6 জুলাই: দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কিছু ইস্যু নিয়ে আলোচনা করতে তেলেঙ্গানায় অন্ধ্রের মুখ্য়মন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু ৷ শনিবার তাঁকে মহাত্মা জ্যোতিরাও ফুলে প্রজা ভবনে স্বাগত জানান তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি ৷ 2014 সালে অন্ধ্রপ্রদেশ বিভক্ত হয়ে তেলেঙ্গানা রাজ্যের জন্ম হয় ৷

অন্ধ্র ভেঙে দু'টি রাজ্য হওয়া সংক্রান্ত বেশ কিছু ইস্যু নিয়ে আলোচনা ও সমাধান সূত্র বের করবেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু ও রেভান্থ রেড্ডি ৷ তেলেঙ্গানায় মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবন ও কার্যালয় মহাত্মা জ্যোতিরাও ফুলে প্রজা ভবনে দু'জনের মধ্যে দীর্ঘ আলোচনা হবে বলে খবর ৷

2014 সালের 2 জুন অন্ধ্র ভেঙে তেলেঙ্গানার জন্ম হয় ৷ 2014 সালের অন্ধ্রপ্রদেশ রিঅর্গানাইজেশন অ্যাক্টের 9 এবং 10 নম্বর ধারার অধীনে রাজ্য পরিচালিত কয়েকটি প্রতিষ্ঠানের ভাগ হওয়া নিয়ে দুই রাজ্যের প্রশাসনিক প্রধানের মধ্যে আলোচনা হবে বলে জানা গিয়েছে ৷

এই আলোচনার জন্য উদ্যোগ নিয়েছেন অন্ধ্রপ্রদেশের নব-নির্বাচিত মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ৷ তিনি 8 জুলাই তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ চেয়ে রেভান্থ রেড্ডিকে চিঠি লেখেন ৷ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডিও এই আলোচনার প্রস্তাবকে স্বাগত জানিয়ে চন্দ্রবাবুকে চা-চক্রে আমন্ত্রণ জানান ৷

গত বছরের ডিসেম্বর মাসে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন রাজ্য কংগ্রেস সভাপতি রেভান্থ রেড্ডি ৷ এদিকে এবছর মে মাসে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে 175টি আসনের মধ্যে 135টিতে জয়ী হয় চন্দ্রবাবু নাইডুর টিডিপি ৷ এরপর তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ৷ উপ-মুখ্যমন্ত্রী হন জনসেনা পার্টি প্রধান পবন কল্যাণ ৷ এমনকী কেন্দ্রে সরকার গঠনে বিজেপির সঙ্গে জোট বেধেছে এনডিএ শরিক দল তেলেগু দেশম পার্টি বা টিডিপি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.