বরেলি, 13 নভেম্বর: ভালোাবাসার দাম পেলেন পশুপ্রেমী ! কুকুরের কামড়ে গুরুতর জখম হলেন উত্তরপ্রদেশের বরেলির বাসিন্দা আদিত্য গঙ্গওয়ার ৷ তাঁর বয়স 26 বছর ৷ জানা গিয়েছে, ওই কুকুরটি পিটবুল প্রজাতির, যা বদমেজাজের জন্য সুপরিচিত ৷ মাস দুয়েক আগে কুকুরটিকে আহত অবস্থায় রাস্তা থেকে তুলে এনে শুশ্রুষা করছিলেন আদিত্য ৷ সেই কুকুরের কামড়েই জখম হলেন ওই ব্যক্তি ৷
আদিত্যর বাবা জানান, তাঁর ছেলে একজন পশুপ্রেমী ৷ রাস্তাঘাটে অসুস্থ যে কোনও পশুকে দেখতে পেলে তাকে বাড়িতে এনে বা হাসপাতালে নিয়ে গিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করেন ৷ কখনও কোনও বাঁদর, তো কখনও পাখি আবার ঘোড়ার শাবককে হাসপাতালে নিয়ে গিয়ে তার অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থ করে তুলেছেন অতীতে ৷
এভাবেই দু'মাস আগে অসুস্থ পিটবুলটিকে রাস্তায় পড়ে থাকতে দেখেন আদিত্য ৷ কুকুরটি যে পিটবুল, তাও জানতেন না তিনি ৷ পিটবুলটির গায়ে পোকা হয়ে গিয়েছিল ৷ কোনওভাবে সে পুড়েও গিয়েছিল ৷ এই অবস্থায় তাকে বাড়ি এনে তার চিকিৎসা করেন আদিত্য ৷ ধীরে ধীরে পিটবুলটি খানিকটা সুস্থ হয়ে ওঠে ৷
সোমবার সকালে পিটবুলটিকে নিয়ে রাস্তায় ঘুরতে বেড়িয়েছিলেন ৷ ঘুরে এসে তাকে ফের বেঁধে রাখতে গিয়েই ঘটে বিপত্তি ৷ পিটবুলটি কোনওভাবে মেজাজ হারিয়ে আদিত্যকে আক্রমণ করে এবং তাঁর মুখে কামড়ে দেয় ৷ আদিত্যর নীচের ঠোঁটটি ছিঁড়ে যায় ৷ গলগল করে রক্ত বেরতে থাকে ৷ তাঁকে সঙ্গে সঙ্গে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতাল সূত্রে খবর, তাঁর ঠোঁটে অস্ত্রোপচার হয়েছে ৷ এখন তিনি আগের থেকে ভালো আছেন ৷
পুরনিগমের পশু চিকিৎসক ডাঃ আদিত্য তিওয়ারি জানান, পিটবুল প্রজাতির কুকুররা সাধারণত হিংস্র হয় ৷ ভারতে এই কুকুর পোষায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ৷ তা সত্ত্বেও অনেকে গোপনে পিটবুল পোষেন ৷ এই জন্য এই ধরনের ঘটনাগুলি সামনে আসে ৷ এই পরিস্থিতিতে যাঁদের কাছে পিটবুল আছে, তাঁরা যেন কুকুরগুলি নির্বীজকরণ করিয়ে নেন ৷ নইলে বড় বিপদ হয়ে যেতে পারে। আদিত্যর চিকিৎসা করেছেন ডাঃ কৌশল কিশোর ৷ তিনি জানান, আদিত্যকে গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল ৷ অস্ত্রোপচারের পর এখন তিনি খানিকটা ভালো আছেন ৷