নয়াদিল্লি, 3 মার্চ: চালক এবং সহকারী চালক ফোনে ক্রিকেট ম্যাচ দেখতে ব্যস্ত ছিলেন ৷ এর ফলেই গত বছর 29 অক্টোবর দুটি যাত্রীবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল অন্ধ্রপ্রদেশে ৷ শনিবার দুর্ঘটনার কারণ হিসাবে জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরম জেলার কান্তকাপল্লিতে হাওড়া-চেন্নাই লাইনে ওইদিন সন্ধে 7টায় রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনটি বিশাখাপত্তনম-পলাসা ট্রেনটিকে পিছন থেকে এসে ধাক্কা মারে । দুর্ঘটনায় 14 জন যাত্রীর মৃত্যু হয় ৷ আহত হয়েছিলেন বহু যাত্রী ।
ভারতীয় রেলওয়ে কাজ করছে এমন নতুন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে গিয়ে রেলমন্ত্রী অন্ধ্র ট্রেন দুর্ঘটনার কারণ দর্শান শনিবার। তিনি বলেন, "লোকো পাইলট এবং কো-পাইলট উভয়েই ক্রিকেট ম্যাচটি দেখে বিভ্রান্ত হয়েছিলেন তাই অন্ধ্রপ্রদেশে সাম্প্রতিক সময়ে ট্রেন দুর্ঘটনাটি ঘটেছে । এখন আমরা এমন সিস্টেম ইনস্টল করছি যা এই ধরনের কোনও বিভ্রান্তি সনাক্ত করতে পারে এবং নিশ্চিত করতে পারে যে চালক এবং সহকারী চালকরা ট্রেন চালানোয় সম্পূর্ণ মনোযোগী রয়েছেন ৷ সংবাদসংস্থা পিটিআইকে অশ্বিনী বৈষ্ণব বলেছেন, "আমরা নিরাপত্তার দিকে আরও গুরুত্ব দেব । আমরা প্রতিটি ঘটনার মূল কারণ খুঁজে বের করার চেষ্টা করি এবং আমরা সমাধান বের করি যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না হয় ।"
যদিও অন্ধ্র ট্রেন দুর্ঘটনা কমিশনারস অফ রেলওয়ে সেফটি (সিআরএস) দ্বারা পরিচালিত তদন্ত রিপোর্ট এখনও প্রকাশ করা হয়নি ৷ তবে দুর্ঘটনার একদিন পরে রেলওয়ে প্রাথমিক তদন্তে রায়গাদা প্যাসেঞ্জার ট্রেনের চালক এবং সহকারী চালককে দুর্ঘটনার জন্য দায়ী করেছিল । নিয়ম লঙ্ঘন করে দু'টি সিগনাল অতিক্রম করেছিল ট্রেনটি ৷ দুর্ঘটনায় চালক এবং সহকারী চালকও নিহত হয়েছিলেন । (পিটিআই)
আরও পড়ুন: