ETV Bharat / bharat

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি, তদন্তে পুলিশ - PAWAN KALYAN

অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণকে প্রাণনাশের হুমকি ৷ তদন্তে বিজয়ওয়াড়ার পুলিশ ৷

PAWAN KALYAN
অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি (ফাইল চিত্র, ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 10, 2024, 2:27 PM IST

অমরাবতী, 10 ডিসেম্বর: বলিউডের সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানের পর এবার অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ! খুনের হুমকি পেলেন অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণ ৷ রবিবার রাত ও সোমবার সকালে একাধিক হুমকি ফোন পেলেন এই তেলেগু সুপারস্টার ৷ ফোনের পাশাপাশি, একাধিক হুমকি মেসেজও পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রবিবার রাতে থেকে একাধিকবার একটি অচেনা নম্বর থেকে ফোন আসে পবন কল্যাণের কাছে ৷ সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি বিজয়ওয়াড়া পুলিশের শীর্ষ আধিকারিকদের জানান ৷ উপমুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়ে, তৎক্ষণাৎ তদন্ত শুরু করে পুলিশ ৷ টাস্ক ফোর্স, স্পেশাল ব্রাঞ্চ এবং আইন-শৃঙ্খলা বিভাগের কর্মীদের নিয়ে 4টি দল গঠন করেন বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার রাজশেখর বাবু ৷ তদন্তের শুরু থেকেই দোষীর নম্বরটি সুইচ অফ বলে ৷ পরে মোবাইল টাওয়ার লোকেশন ধরে ফের তদন্ত শুরু করে পুলিশ ৷ তবে দোষীর ফোন নম্বর সুইচ অফ থাকার কারণে তদন্তে বেশ বেগ পেতে হয় পুলিশ আধিকারিকদের ৷

পুলিশ সূত্রে খবর, থিরুভুরের বাসিন্দা মল্লিকার্জুন রাও নামক এক ব্যক্তির নামে নম্বরটি রেজিস্টার রয়েছে ৷ তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ৷ তবে জানা গিয়েছে, বিজয়ওয়াড়ার ইন্দিরা গান্ধি মিউনিসিপাল স্টেডিয়াম এলাকার টাওয়ার থেকে তাঁর অবস্থান জানতে পান পুলিশ কর্মীরা ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে সেই একই নম্বর থেকে দু'বার ভুয়ো ফোন আসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিতার কাছে ৷ তবে কয়েক মুহূর্তের কথোপকথনের পর মন্ত্রীর সন্দেহ হওয়ায় তিনি ফোনটি কেটে দেন ৷

'ইন্ডিয়া'র কান্ডারি হোক মমতা, দাবি লালুর

অমরাবতী, 10 ডিসেম্বর: বলিউডের সুপারস্টার সালমান খান ও শাহরুখ খানের পর এবার অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ! খুনের হুমকি পেলেন অভিনেতা-রাজনীতিক পবন কল্যাণ ৷ রবিবার রাত ও সোমবার সকালে একাধিক হুমকি ফোন পেলেন এই তেলেগু সুপারস্টার ৷ ফোনের পাশাপাশি, একাধিক হুমকি মেসেজও পেয়েছেন বলে জানা গিয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

রবিবার রাতে থেকে একাধিকবার একটি অচেনা নম্বর থেকে ফোন আসে পবন কল্যাণের কাছে ৷ সন্দেহ হওয়ায় তিনি সঙ্গে সঙ্গে ঘটনাটি বিজয়ওয়াড়া পুলিশের শীর্ষ আধিকারিকদের জানান ৷ উপমুখ্যমন্ত্রীর অভিযোগ পেয়ে, তৎক্ষণাৎ তদন্ত শুরু করে পুলিশ ৷ টাস্ক ফোর্স, স্পেশাল ব্রাঞ্চ এবং আইন-শৃঙ্খলা বিভাগের কর্মীদের নিয়ে 4টি দল গঠন করেন বিজয়ওয়াড়ার পুলিশ কমিশনার রাজশেখর বাবু ৷ তদন্তের শুরু থেকেই দোষীর নম্বরটি সুইচ অফ বলে ৷ পরে মোবাইল টাওয়ার লোকেশন ধরে ফের তদন্ত শুরু করে পুলিশ ৷ তবে দোষীর ফোন নম্বর সুইচ অফ থাকার কারণে তদন্তে বেশ বেগ পেতে হয় পুলিশ আধিকারিকদের ৷

পুলিশ সূত্রে খবর, থিরুভুরের বাসিন্দা মল্লিকার্জুন রাও নামক এক ব্যক্তির নামে নম্বরটি রেজিস্টার রয়েছে ৷ তাঁর খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে ৷ তবে জানা গিয়েছে, বিজয়ওয়াড়ার ইন্দিরা গান্ধি মিউনিসিপাল স্টেডিয়াম এলাকার টাওয়ার থেকে তাঁর অবস্থান জানতে পান পুলিশ কর্মীরা ৷

উল্লেখ্য, কয়েকদিন আগে সেই একই নম্বর থেকে দু'বার ভুয়ো ফোন আসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী অনিতার কাছে ৷ তবে কয়েক মুহূর্তের কথোপকথনের পর মন্ত্রীর সন্দেহ হওয়ায় তিনি ফোনটি কেটে দেন ৷

'ইন্ডিয়া'র কান্ডারি হোক মমতা, দাবি লালুর
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.