নয়াদিল্লি, 23 জুলাই: 2024-25 অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য দরাজহস্তে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেই কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা তেলুগু দেশম পার্টির (টিডিপি) জাতীয় সভাপতি এন চন্দ্রবাবু নায়ডু ৷ তাঁর কথায়, অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়ে তুলতে এই বাজেট বরাদ্দ সহায়ক হয়ে উঠবে ৷
মঙ্গলবার লোকসভায় চলতি অর্থবর্ষের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ সেখানে তিনি অন্ধ্রপ্রদেশের রাজধানী হিসেবে অমরাবতীকে গড়ে তুলতে 15 হাজার কোটি টাকা সাহায্যের ঘোষণা করেন ৷ এছাড়াও অন্ধ্রের জন্য একাধিক ঘোষণা করা হয়েছে বাজেটে ৷ তার পরই বিবৃতি দিয়েছেন চন্দ্রবাবু নায়ডু ৷
On behalf of the people of Andhra Pradesh, I thank the Hon'ble Prime Minister, @narendramodi Ji and Hon'ble Union Finance Minister, @nsitharaman Ji, for recognising the needs of our State and focusing on a Capital, Polavaram, industrial nodes and development of backward areas in… pic.twitter.com/ImgW3sor8d
— N Chandrababu Naidu (@ncbn) July 23, 2024
সেখানে তিনি বলেন, "অন্ধ্রপ্রদেশের জনগণের পক্ষ থেকে আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে ধন্যবাদ জানাই ৷ কেন্দ্রীয় বাজেটে আমাদের রাজ্যের চাহিদাগুলিকে স্বীকৃতি দেওয়ার জন্য ও একটি রাজধানী পোলাভারম ও শিল্প এবং পিছিয়ে পড়া এলাকার উন্নয়নে দিকে নজর দেওয়ায় অভিনন্দন জানাই ৷ এই সাহায্যের ফলে অন্ধ্রপ্রদেশকে নতুন করে গড়ে তোলা সহজ হবে ৷ এই প্রগতিশীল ও আত্মবিশ্বাস বৃদ্ধিকারী বাজেট উপস্থাপনের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই ৷’’
টিডিপি সাংসদ তথা অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নায়ডুর বাজেটে অন্ধ্রপ্রদেশের জন্য বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ দিয়েছেন ৷ বাজেট নিয়ে তিনি বলেন, "সরকার দেশের সাধারণ মানুষকে শক্তি দেওয়ার কাজ করেছে । চাকরি সৃষ্টি, কর্মসংস্থান সৃষ্টি, বেসরকারি ক্ষেত্র ও এফডিআইতে চাপ দেওয়া হয়েছে । আমি প্রধানমন্ত্রী মোদিকে ধন্যবাদ জানাতে চাই যিনি অন্ধ্রের যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন । গত 5 বছরে অন্ধ্রপ্রদেশ একটি নো-ক্যাপিটাল রাজ্যে পরিণত হয়েছে ৷ 15 হাজার কোটি টাকার প্যাকেজ দেওয়ার জন্য এবং অন্ধ্রপ্রদেশের লাইফলাইন পোলাভারমকে সম্পূর্ণ করার জন্য রাজ্যের মানুষ ও কৃষকরা ধন্যবাদ জানাচ্ছেন প্রধানমন্ত্রীকে ৷’’
এদিকে এ দিন অন্ধ্রপ্রদেশ বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর ধন্যবাদসূচক বক্তৃতা দেন ওই রাজ্য়ের উপ-মুখ্যমন্ত্রী তথা জনসেনা নেতা পবন কল্যাণ ৷ সেখানে তিনি কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেন ৷ তিনি অন্ধ্রকে 15 হাজার কোটি টাকা দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেন, ‘‘রাষ্ট্রকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব জোট সরকারের ।’’ তিনি আশা করেন, অমরাবতী এবার কোনও ঝামেলা ছাড়াই রাজধানী হয়ে উঠবে ।
এই নিয়ে অন্ধ্রপ্রদেশ সরকারের মন্ত্রী তথা চন্দ্রবাবু নায়ডুর ছেলে নারা লোকেশ বলেন, ‘‘আজ বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ঘোষণার জন্য আমি অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ । এগুলি অন্ধ্রপ্রদেশের উন্নয়ন ও সামাজিক লক্ষ্য অর্জনে সাহায্য করার জন্য অনেক দূর এগিয়ে যাবে । অন্ধ্রপ্রদেশের জনগণের জন্য এটা অত্যন্ত গর্বের বিষয় যে আমাদের সংগ্রামকে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং শিল্প বৃদ্ধি, পরিকাঠামো, সেচ এবং মানবসম্পদ উন্নয়নের মতো সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে কভার করে একটি বিশেষ এবং সামগ্রিক প্যাকেজ প্রদান করা হয়েছে ।’’
A new sunrise for Andhra Pradesh
— Lokesh Nara (@naralokesh) July 23, 2024
I am extremely delighted and grateful for the Union Finance Minister’s announcements today in the Budget. These will go a long way towards helping AP achieve its development and social objectives.
It’s a matter of great pride for the people of…
তিনি আরও বলেন, ‘‘আমি অমরাবতী এবং পোলাভারমের প্রতি উদার অবদানের জন্য একটি বিশেষ উল্লেখ করতে চাই । আজকের দিনটি নতুন রাজ্যের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে ৷ আমাদের স্বপ্নের রাজ্য গড়ার জন্য এটি আমাদের একসঙ্গে অগ্রগতির প্রথম পদক্ষেপ ।’’
যদিও বিরোধীরা এই নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দেগেছে ৷ সরকার বাঁচাতেই এই বাজেট করা হয়েছে বলে অভিযোগ বিরোধীদের ৷ সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব বলেন, "তারা যদি সরকারকে বাঁচাতে চায়, সেদিক থেকে এটা একটি ভালো বিষয় যে বিহার ও অন্ধ্রপ্রদেশকে বিশেষ প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে ৷"