ETV Bharat / bharat

সন্ত্রাসের অবসান ঘটিয়ে জম্মু-কাশ্মীরের পুনর্গঠন করেছে মোদি সরকার, দাবি অমিত শাহের

Amit Shah: বুধবার সোশাল মিডিয়ায় জম্মু ও কাশ্মীরকে নিয়ে একাধিক পোস্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ সেখানে তিনি দাবি করেছেন যে সন্ত্রাসের অবসান ঘটিয়ে জম্মু ও কাশ্মীরের পুনর্গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার ৷

Amit Shah
Amit Shah
author img

By PTI

Published : Jan 31, 2024, 8:03 PM IST

নয়াদিল্লি, 31 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ বুধবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি আরও জানিয়েছেন, মোদি সরকার সন্ত্রাস ও হিংসার যুগের অবসান ঘটিয়েছে ৷ ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে ৷ মোদি সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি চালু হওয়ায় জম্মু ও কাশ্মীরে উন্নয়ন গতি পেতে শুরু করেছে ৷

এ দিন জম্মু ও কাশ্মীর নিয়ে একাধিক পোস্ট সোশাল মিডিয়ায় করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি তরুণদের মধ্যে নতুন আশা জাগিয়ে জম্মু ও কাশ্মীরকে বদলে দিয়েছেন । ওই পোস্টের সঙ্গে একটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অমিত শাহ ৷ আর তা হল - প্রগতিশীল জম্মু কাশ্মীর ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, মোদি সরকার তরুণদের স্বপ্নকে সুরক্ষিত করেছে এবং শিক্ষা ও দক্ষতার সুযোগ-সুবিধা জোরদার করে তাঁদের আকাঙ্খাকে নতুন উড়ান দিয়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে পুননির্মাণ করেছে ৷ সন্ত্রাস ও হিংসার যুগের অবসান ঘটিয়েছে । মোদি সরকার জম্মু ও কাশ্মীরের উন্নয়নে বিশাল পরিকাঠামো এবং কল্যাণমূলক প্রকল্প চালু করে, তাতে গতি এনেছে ৷ এবং আজ এটি ভারতের শক্তিশালী গণতন্ত্রের গর্বিত সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে ৷"

অমিত শাহ আরও জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী ৷ মোদি সরকারের অধীনে এই কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত হচ্ছে এবং এর সাংস্কৃতিক গর্ব আবারও বৃদ্ধি পাচ্ছে । তিনি অভিযোগ করেন, পরিবারতন্ত্রের রাজনীতির কারণে জম্মু ও কাশ্মীরের মানুষ উন্নয়নের ছোঁয়া পায়নি ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মোদি সরকার তৃণমূল স্তরে উন্নয়ন দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে শক্তিশালী করেছে ৷ প্রশাসনকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে মোদি সরকার । তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, জম্মু ও কাশ্মীর এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে । 370 ধারা বাতিল করার পর, মোদি সরকার জিরো-টলারেন্স নীতির মাধ্যমে সন্ত্রাসবাদকে দমন করে উপত্যকায় জীবনের মর্যাদা সুরক্ষিত করেছে ।"

একই সঙ্গে জম্মু ও কাশ্মীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ সেখানেও এই কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে লেখা হয়েছে ৷ সেখানে আরও লেখা হয়েছে যে মোদি সরকার 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে ৷ এর ফলে কেন্দ্রশাসিত অঞ্চল উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে ৷ মোদি সরকারের নীতির কারণে জম্মু ও কাশ্মীরের তরুণদের চিত্র পালটে গিয়েছে ৷ তাঁরা আর বিচ্ছিন্নতাবাদের সঙ্গে নেই ৷ তাঁরা উন্নয়নে সামিল হচ্ছে ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের ওই পোস্টে আরও লেখা হয়েছে, "2023 সালে জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়ার একটি ঘটনা ঘটেনি ।" অমিত শাহের মন্ত্রক বলেছে যে মোদি সরকার জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রের শিকড়কে শক্তিশালী করতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করেছে ৷ এর ফলে শাসন সাধারণ মানুষের হাতে এসেছে ও সমগ্র অঞ্চলে উন্নয়নের একটি নতুন যুগের সূচনা হয়েছে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  2. জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
  3. বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল

নয়াদিল্লি, 31 জানুয়ারি: জম্মু ও কাশ্মীরকে পুনর্গঠন করেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার ৷ বুধবার এই কথা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ তিনি আরও জানিয়েছেন, মোদি সরকার সন্ত্রাস ও হিংসার যুগের অবসান ঘটিয়েছে ৷ ব্যাপক পরিকাঠামোগত পরিবর্তন আনা হয়েছে ৷ মোদি সরকারের কল্যাণমূলক প্রকল্পগুলি চালু হওয়ায় জম্মু ও কাশ্মীরে উন্নয়ন গতি পেতে শুরু করেছে ৷

এ দিন জম্মু ও কাশ্মীর নিয়ে একাধিক পোস্ট সোশাল মিডিয়ায় করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ৷ সেখানে তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী মোদি তরুণদের মধ্যে নতুন আশা জাগিয়ে জম্মু ও কাশ্মীরকে বদলে দিয়েছেন । ওই পোস্টের সঙ্গে একটি হ্যাশট্যাগও ব্যবহার করেছেন অমিত শাহ ৷ আর তা হল - প্রগতিশীল জম্মু কাশ্মীর ৷ সেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও উল্লেখ করেছেন, মোদি সরকার তরুণদের স্বপ্নকে সুরক্ষিত করেছে এবং শিক্ষা ও দক্ষতার সুযোগ-সুবিধা জোরদার করে তাঁদের আকাঙ্খাকে নতুন উড়ান দিয়েছে ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "মোদি সরকার জম্মু ও কাশ্মীরকে পুননির্মাণ করেছে ৷ সন্ত্রাস ও হিংসার যুগের অবসান ঘটিয়েছে । মোদি সরকার জম্মু ও কাশ্মীরের উন্নয়নে বিশাল পরিকাঠামো এবং কল্যাণমূলক প্রকল্প চালু করে, তাতে গতি এনেছে ৷ এবং আজ এটি ভারতের শক্তিশালী গণতন্ত্রের গর্বিত সাক্ষ্য হিসাবে দাঁড়িয়ে আছে ৷"

অমিত শাহ আরও জানিয়েছেন যে জম্মু ও কাশ্মীরের সংস্কৃতি দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যশালী ৷ মোদি সরকারের অধীনে এই কেন্দ্রশাসিত অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্য পুনরুজ্জীবিত হচ্ছে এবং এর সাংস্কৃতিক গর্ব আবারও বৃদ্ধি পাচ্ছে । তিনি অভিযোগ করেন, পরিবারতন্ত্রের রাজনীতির কারণে জম্মু ও কাশ্মীরের মানুষ উন্নয়নের ছোঁয়া পায়নি ।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, মোদি সরকার তৃণমূল স্তরে উন্নয়ন দেওয়ার লক্ষ্যে এই কেন্দ্রশাসিত অঞ্চলে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে শক্তিশালী করেছে ৷ প্রশাসনকে পরিবারতন্ত্র থেকে মুক্ত করে সাধারণ মানুষের কাছে নিয়ে এসেছে মোদি সরকার । তিনি বলেন, "প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে, জম্মু ও কাশ্মীর এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছে । 370 ধারা বাতিল করার পর, মোদি সরকার জিরো-টলারেন্স নীতির মাধ্যমে সন্ত্রাসবাদকে দমন করে উপত্যকায় জীবনের মর্যাদা সুরক্ষিত করেছে ।"

একই সঙ্গে জম্মু ও কাশ্মীর নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক থেকেও সোশাল মিডিয়ায় পোস্ট করা হয় ৷ সেখানেও এই কেন্দ্রশাসিত অঞ্চলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই নিয়ে লেখা হয়েছে ৷ সেখানে আরও লেখা হয়েছে যে মোদি সরকার 370 ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে ৷ এর ফলে কেন্দ্রশাসিত অঞ্চল উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে ৷ মোদি সরকারের নীতির কারণে জম্মু ও কাশ্মীরের তরুণদের চিত্র পালটে গিয়েছে ৷ তাঁরা আর বিচ্ছিন্নতাবাদের সঙ্গে নেই ৷ তাঁরা উন্নয়নে সামিল হচ্ছে ৷

স্বরাষ্ট্রমন্ত্রকের ওই পোস্টে আরও লেখা হয়েছে, "2023 সালে জম্মু ও কাশ্মীরে পাথর ছোড়ার একটি ঘটনা ঘটেনি ।" অমিত শাহের মন্ত্রক বলেছে যে মোদি সরকার জম্মু ও কাশ্মীরে গণতন্ত্রের শিকড়কে শক্তিশালী করতে পঞ্চায়েতিরাজ ব্যবস্থাকে পুনরুদ্ধার করেছে ৷ এর ফলে শাসন সাধারণ মানুষের হাতে এসেছে ও সমগ্র অঞ্চলে উন্নয়নের একটি নতুন যুগের সূচনা হয়েছে ।

সংবাদসংস্থা - পিটিআই

আরও পড়ুন:

  1. 370 নিয়ে সুপ্রিম কোর্টের রায় আশার আলো, উজ্জ্বল ভবিষ্যতের প্রতিশ্রুতি: প্রধানমন্ত্রী
  2. জম্মু ও কাশ্মীর সংক্রান্ত 2টি সংশোধনী বিল পেশ শাহর, 370 ধারা খারিজ নিয়ে রায় দেবে শীর্ষ আদালত
  3. বিরোধীশূন্য রাজ্যসভায় পাশ হল জম্মু ও কাশ্মীর সংক্রান্ত জোড়া বিল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.