গাজিপুর, 7 এপ্রিল: মৃত গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ রবিবার আনসারির ছেলে এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ সেখানে কথা বলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই আনসারির মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন অখিলেশ ৷ তাঁর বক্তব্য, "এটা আশ্চর্যের যে, মুখতার আনসারি নিজে বলেছিলেন, তাঁকে জেলের ভিতরে বিষ দেওয়া হচ্ছে ৷ আমি আশা করছি সরকার আমাদের এবং তাঁর পরিবারের সামনে সত্যিটা আনবে ৷"
উত্তরপ্রদেশের পাঁচবারের বিধায়ক ছিলেন কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারি ৷ বহুজন সমাজবাদী পার্টির হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ গত 28 মার্চ রাতে তাঁকে বান্দায় রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনসারি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখতার আনসারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, এই দাবি মানতে নারাজ পরিবার ৷
তাঁর পরিবার দাবি করেছে, আনসারি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ মৃত্যুর কয়েকদিন আগেও হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সেই সময় তিনি দাবি করেছিলেন, তাঁকে বিষ দেওয়া হচ্ছে জেলের ভিতরে ৷ কিন্তু, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি ৷ এরপরেই 28 মার্চ ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই মৃত্যু হয় আনসারির ৷ সেই সময় তাঁর ঘনঘন বমি হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায় ৷
এদিন অখিলেশ বলেন, "আমরা দেখেছি উত্তরপ্রদেশে মানুষ, সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ও অফিসের বাইরে আত্মহত্যা করছেন ৷ সরকার উন্নয়নের জন্য কিছু করছে না ৷ কৃষকদের আয় বাড়ানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ সরকারের কেউ মানুষের কাছে গিয়ে, তাদের সমস্যার কথাও শুনছে না ৷ আমরা দেখছি, বিজেপি নেতারা আনসারির মৃত্যু নিয়ে বিভিন্ন প্রচারে কী ধরনের মন্তব্য করছে ৷ সরকার কি এই ধরনের ঘটনা ঘটিয়ে, তার লাভ নিতে চাইছে ?"
উল্লেখ্য, উত্তরপ্রদেশে যোগী সরকারের প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে একাধিক সমাজ বিরোধীর এনকাউন্টার হয়েছে ৷ বহু মাফিয়া ও গ্যাংস্টার পুলিশি অভিযানে মারা পড়েছে ৷ যা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধীরা 'ফেক এনকাউন্টার'-এর অভিযোগও তুলেছিল ৷ এবার মুখতার আনসারির মৃত্যুতেও সেই প্রশ্নই তুলে দিলেন অখিলেশ ৷
আরও পড়ুন: