ETV Bharat / bharat

গাজিপুরে মুখতার আনসারির পরিবারের সঙ্গে সাক্ষাৎ অখিলেশের - Akhilesh Yadav Meets Ansari Family

Akhilesh Yadav Meets Mukhtar Ansari's Family: মুখতার আনসারির রহস্যমৃত্যুতে যোগী আদিত্যনাথের সরকারের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন অখিলেশ যাদব ৷ তাঁর প্রশ্ন তুললেন, নির্বাচনের সময় রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এসব করাচ্ছে না তো ?

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 9, 2024, 2:46 PM IST

গাজিপুর, 7 এপ্রিল: মৃত গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ রবিবার আনসারির ছেলে এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ সেখানে কথা বলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই আনসারির মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন অখিলেশ ৷ তাঁর বক্তব্য, "এটা আশ্চর্যের যে, মুখতার আনসারি নিজে বলেছিলেন, তাঁকে জেলের ভিতরে বিষ দেওয়া হচ্ছে ৷ আমি আশা করছি সরকার আমাদের এবং তাঁর পরিবারের সামনে সত্যিটা আনবে ৷"

উত্তরপ্রদেশের পাঁচবারের বিধায়ক ছিলেন কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারি ৷ বহুজন সমাজবাদী পার্টির হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ গত 28 মার্চ রাতে তাঁকে বান্দায় রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনসারি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখতার আনসারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, এই দাবি মানতে নারাজ পরিবার ৷

তাঁর পরিবার দাবি করেছে, আনসারি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ মৃত্যুর কয়েকদিন আগেও হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সেই সময় তিনি দাবি করেছিলেন, তাঁকে বিষ দেওয়া হচ্ছে জেলের ভিতরে ৷ কিন্তু, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি ৷ এরপরেই 28 মার্চ ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই মৃত্যু হয় আনসারির ৷ সেই সময় তাঁর ঘনঘন বমি হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায় ৷

এদিন অখিলেশ বলেন, "আমরা দেখেছি উত্তরপ্রদেশে মানুষ, সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ও অফিসের বাইরে আত্মহত্যা করছেন ৷ সরকার উন্নয়নের জন্য কিছু করছে না ৷ কৃষকদের আয় বাড়ানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ সরকারের কেউ মানুষের কাছে গিয়ে, তাদের সমস্যার কথাও শুনছে না ৷ আমরা দেখছি, বিজেপি নেতারা আনসারির মৃত্যু নিয়ে বিভিন্ন প্রচারে কী ধরনের মন্তব্য করছে ৷ সরকার কি এই ধরনের ঘটনা ঘটিয়ে, তার লাভ নিতে চাইছে ?"

উল্লেখ্য, উত্তরপ্রদেশে যোগী সরকারের প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে একাধিক সমাজ বিরোধীর এনকাউন্টার হয়েছে ৷ বহু মাফিয়া ও গ্যাংস্টার পুলিশি অভিযানে মারা পড়েছে ৷ যা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধীরা 'ফেক এনকাউন্টার'-এর অভিযোগও তুলেছিল ৷ এবার মুখতার আনসারির মৃত্যুতেও সেই প্রশ্নই তুলে দিলেন অখিলেশ ৷

আরও পড়ুন:

  1. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জেলবন্দি মাফিয়া মুখতার আনসারির
  2. মাছ খাওয়ার জন্য জেলের ভিতরেই পুকুর খুঁড়েছিল আনসারি!
  3. 'সিবিআই আদালতে হেরে গিয়েছিলাম, ভগবান আজ বিচার দিলেন', আনসারির মৃত্যুতে অলকা রাই

গাজিপুর, 7 এপ্রিল: মৃত গ্যাংস্টার তথা রাজনীতিক মুখতার আনসারির বাড়িতে গেলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ৷ রবিবার আনসারির ছেলে এবং পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ সেখানে কথা বলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ সেখানেই আনসারির মৃত্যু নিয়ে প্রশ্ন তুললেন অখিলেশ ৷ তাঁর বক্তব্য, "এটা আশ্চর্যের যে, মুখতার আনসারি নিজে বলেছিলেন, তাঁকে জেলের ভিতরে বিষ দেওয়া হচ্ছে ৷ আমি আশা করছি সরকার আমাদের এবং তাঁর পরিবারের সামনে সত্যিটা আনবে ৷"

উত্তরপ্রদেশের পাঁচবারের বিধায়ক ছিলেন কুখ্যাত গ্যাংস্টার মুখতার আনসারি ৷ বহুজন সমাজবাদী পার্টির হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছিলেন তিনি ৷ গত 28 মার্চ রাতে তাঁকে বান্দায় রানি দুর্গাবতী মেডিক্যাল কলেজে ভরতি করানো হয় ৷ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনসারি ৷ চিকিৎসকরা জানিয়েছিলেন, মুখতার আনসারি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৷ কিন্তু, এই দাবি মানতে নারাজ পরিবার ৷

তাঁর পরিবার দাবি করেছে, আনসারি বেশ কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে পড়ছিলেন ৷ মৃত্যুর কয়েকদিন আগেও হাসপাতালে ভরতি হয়েছিলেন ৷ সেই সময় তিনি দাবি করেছিলেন, তাঁকে বিষ দেওয়া হচ্ছে জেলের ভিতরে ৷ কিন্তু, কে বা কারা এর সঙ্গে জড়িত, তা জানা যায়নি ৷ এরপরেই 28 মার্চ ফের অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে ভরতি করানো হয় ৷ সেখানেই মৃত্যু হয় আনসারির ৷ সেই সময় তাঁর ঘনঘন বমি হচ্ছিল বলে হাসপাতাল সূত্রে জানা যায় ৷

এদিন অখিলেশ বলেন, "আমরা দেখেছি উত্তরপ্রদেশে মানুষ, সুবিচারের দাবিতে মুখ্যমন্ত্রীর বাড়ি ও অফিসের বাইরে আত্মহত্যা করছেন ৷ সরকার উন্নয়নের জন্য কিছু করছে না ৷ কৃষকদের আয় বাড়ানোর কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ সরকারের কেউ মানুষের কাছে গিয়ে, তাদের সমস্যার কথাও শুনছে না ৷ আমরা দেখছি, বিজেপি নেতারা আনসারির মৃত্যু নিয়ে বিভিন্ন প্রচারে কী ধরনের মন্তব্য করছে ৷ সরকার কি এই ধরনের ঘটনা ঘটিয়ে, তার লাভ নিতে চাইছে ?"

উল্লেখ্য, উত্তরপ্রদেশে যোগী সরকারের প্রথম ও দ্বিতীয় দফা মিলিয়ে একাধিক সমাজ বিরোধীর এনকাউন্টার হয়েছে ৷ বহু মাফিয়া ও গ্যাংস্টার পুলিশি অভিযানে মারা পড়েছে ৷ যা নিয়ে বিভিন্ন সময়ে বিরোধীরা 'ফেক এনকাউন্টার'-এর অভিযোগও তুলেছিল ৷ এবার মুখতার আনসারির মৃত্যুতেও সেই প্রশ্নই তুলে দিলেন অখিলেশ ৷

আরও পড়ুন:

  1. হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু জেলবন্দি মাফিয়া মুখতার আনসারির
  2. মাছ খাওয়ার জন্য জেলের ভিতরেই পুকুর খুঁড়েছিল আনসারি!
  3. 'সিবিআই আদালতে হেরে গিয়েছিলাম, ভগবান আজ বিচার দিলেন', আনসারির মৃত্যুতে অলকা রাই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.