ETV Bharat / bharat

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, ইরানের আকাশসীমা এড়াচ্ছে এয়ার ইন্ডিয়া - Middle East Tensions - MIDDLE EAST TENSIONS

Tensions In West Asia: মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার আবহে, এয়ার ইন্ডিয়া ইরানের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নিয়েছে । শনিবার এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট লন্ডন যাওয়ার সময় ইরানের আকাশসীমা এড়িয়ে যায় ।

Air India
মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা, ইরানের আকাশসীমা এড়াচ্ছে এয়ার ইন্ডিয়া
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 13, 2024, 4:51 PM IST

নয়াদিল্লি, 13 এপ্রিল: সিরিয়ায় তাদের দূতাবাসে হামলার জন্য ইজরায়েলকে দোষারোপ করেছে ইরান ৷ পাশাপাশি এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পরে মধ্যপ্রাচ্যে যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে টাটা-মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার বিমানগুলি ইতিমধ্যেই ইরানের আকাশসীমা এড়াতে শুরু করেছে ।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার 24-এর দেওয়া তথ্য অনুযায়ী, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আজ সকালে ইরানের আকাশসীমা এড়াতে অন্য একটি দীর্ঘ রুট বেছে নিয়েছে। যদিও, এয়ার ইন্ডিয়া শনিবার দিল্লি থেকে তেল আবিভের বিমান পরিষেবা চালু রেখেছিল ৷ তবে আগামী দিনে, এই রুটগুলি এয়ার ইন্ডিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে ।

2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পরে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হলে এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে তেল আবিবের সমস্ত ফ্লাইট স্থগিত করেছিল । সেই ঘটনার প্রায় পাঁচ মাস পরে 3 মার্চ, 2024-এ দিল্লি থেকে তেল আবিবের বিমান পরিষেবা ফের চালু করে এয়ার ইন্ডিয়া ।

ভূ-রাজনৈতিক অস্থিরতা বারবার বিমান পরিষেবাকে ব্যাহত করে ৷ কোথাও কোনও ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি তৈরি হলেই ফ্লাইট বাতিল করা হয় বা নির্দিষ্ট এয়ার স্পেস এড়াতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইন । 2021 সালে আফগানিস্তান সরকারের পতন এবং তালিবানের উত্থানের পর থেকেই বাণিজ্যিক এয়ারলাইনগুলি ইসলামিক এমিরেত-এর আকাশসীমা এড়িয়ে চলে ।

একইভাবে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই মার্কিন বিমানগুলি ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে ৷ আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি পশ্চিমা দেশ যুদ্ধ পরিস্থিতির কারণে ওই দুই দেশের আকাশসীমায় এড়িয়েই তাদের বিমান পরিষেবা চালু রেখেছে ।

আরও পড়ুন:

  1. ইরান হামলা করলে জবাব দিতে প্রস্তুত, জানাল ইজরায়েলি সেনা
  2. পশ্চিম এশিয়ায় ভারতের আরও সাবধানী বিদেশনীতির প্রয়োজন
  3. মসজিদের বাইরে চলল গুলি, ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে

নয়াদিল্লি, 13 এপ্রিল: সিরিয়ায় তাদের দূতাবাসে হামলার জন্য ইজরায়েলকে দোষারোপ করেছে ইরান ৷ পাশাপাশি এই হামলার প্রতিশোধ নেওয়ার হুমকি দেওয়ার পরে মধ্যপ্রাচ্যে যে উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে টাটা-মালিকানাধীন এয়ার ইন্ডিয়ার বিমানগুলি ইতিমধ্যেই ইরানের আকাশসীমা এড়াতে শুরু করেছে ।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার 24-এর দেওয়া তথ্য অনুযায়ী, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান আজ সকালে ইরানের আকাশসীমা এড়াতে অন্য একটি দীর্ঘ রুট বেছে নিয়েছে। যদিও, এয়ার ইন্ডিয়া শনিবার দিল্লি থেকে তেল আবিভের বিমান পরিষেবা চালু রেখেছিল ৷ তবে আগামী দিনে, এই রুটগুলি এয়ার ইন্ডিয়া গভীরভাবে পর্যবেক্ষণ করবে বলে আশা করা হচ্ছে ।

2023 সালের 7 অক্টোবর হামাসের আক্রমণের পরে ইজরায়েল এবং প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ শুরু হলে এয়ার ইন্ডিয়া দিল্লি থেকে তেল আবিবের সমস্ত ফ্লাইট স্থগিত করেছিল । সেই ঘটনার প্রায় পাঁচ মাস পরে 3 মার্চ, 2024-এ দিল্লি থেকে তেল আবিবের বিমান পরিষেবা ফের চালু করে এয়ার ইন্ডিয়া ।

ভূ-রাজনৈতিক অস্থিরতা বারবার বিমান পরিষেবাকে ব্যাহত করে ৷ কোথাও কোনও ভূ-রাজনৈতিক অস্থিরতার পরিস্থিতি তৈরি হলেই ফ্লাইট বাতিল করা হয় বা নির্দিষ্ট এয়ার স্পেস এড়াতে বাধ্য হয় বিভিন্ন এয়ারলাইন । 2021 সালে আফগানিস্তান সরকারের পতন এবং তালিবানের উত্থানের পর থেকেই বাণিজ্যিক এয়ারলাইনগুলি ইসলামিক এমিরেত-এর আকাশসীমা এড়িয়ে চলে ।

একইভাবে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর থেকেই মার্কিন বিমানগুলি ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে ৷ আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি পশ্চিমা দেশ যুদ্ধ পরিস্থিতির কারণে ওই দুই দেশের আকাশসীমায় এড়িয়েই তাদের বিমান পরিষেবা চালু রেখেছে ।

আরও পড়ুন:

  1. ইরান হামলা করলে জবাব দিতে প্রস্তুত, জানাল ইজরায়েলি সেনা
  2. পশ্চিম এশিয়ায় ভারতের আরও সাবধানী বিদেশনীতির প্রয়োজন
  3. মসজিদের বাইরে চলল গুলি, ফিলাডেলফিয়ায় ঈদের আনন্দ মুহূর্তে বদলে গেল আতঙ্কে
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.