ETV Bharat / bharat

নুডলস খেয়ে পেটে ব্যথা! মৃত্যু নাবালকের; অসুস্থ বাড়ির 5 সদস্য - Minor DIES EATING INSTANT NOODLES

Instant Noodles Effect: নুডলস ও ভাত একসঙ্গে খেয়ে ঘুম ৷ তারপরই অসুস্থ হয়ে মৃত্যু হল এক নাবালকের ৷ অসুস্থ বাড়ির অন্য সদস্যরাও ৷ কী হল ...

author img

By ETV Bharat Bangla Team

Published : May 12, 2024, 11:17 AM IST

Updated : May 12, 2024, 12:55 PM IST

Death Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

পিলিভিট, 12 মে: নুডলস খেয়ে মৃত্যু হল নাবালকের ৷ জানা গিয়েছে, ওই নাবালক নুডলসের সঙ্গে ভাত খেয়েছিল ৷ শুক্রবার রাতে নুডলসের সঙ্গে ভাত খান ওই পরিবারের সদস্যরা ৷ এরপরই অসুস্থ হয়ে পড়েন পরিবারের ছ'জন ৷ যার মধ্যে একজন ওই নাবালক ৷ প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বাড়ি ফিরে আসার পর মৃত্যু হয় ওই 6 বছরের নাবালকের ৷ এরপর অন্যদের অবস্থারও অবনতি হয় । সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় ৷ স্বভাবত এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

স্থানীয় সূত্রের খবর, পুরানপুর তহসিল এলাকার রাহুল নগরের বাসিন্দা সীমার বিয়ে হয়েছিল দেরাদুনের বাসিন্দা সোনুর সঙ্গে । বৃহস্পতিবার ছেলে রোহন, বিবেক এবং মেয়ে সন্ধ্যাকে নিয়ে সীমা বাপের বাড়ি এসেছিলেন । যেখানে রাতে পরিবারের সবাই নুডলস খান ৷ এর সঙ্গে তাঁরা ভাত খেয়েছিলেন ৷ খাওয়াদাওয়ার পর সবাই ঘুমোতে যান । পরে রাতে সীমা, তাঁর তিন সন্তান, বোন সঞ্জু ও বৌদি সঞ্জনার অবস্থার অবনতি হয় ।

শুক্রবার রাতে সবাইকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার খানিক উন্নতি হলে পরিবারের সদস্যরা বাড়ি চলে যান । এদিকে বাড়ি ফিরে সীমার ছেলে রোহন পেট ব্যথার কথা বলে এবং জল খেয়ে শুয়ে পড়ে । এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় রোহনের । ঘটনার পর অন্য সদস্যদের অবস্থারও অবনতি হয় । শনিবার সকালে সবাইকে কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় । সেখান থেকে বিবেককে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয় ।

ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য দফতরের টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে । এই বিষয়ে তথ্য দিতে গিয়ে পুরানপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ রশিদ জানান, কমিউনিটি হেলথ সেন্টারে পাঁচজনকে আনা হয়েছে । পরিবারের সদস্যরা জানান, তাঁরা নুডলস দিয়ে ভাত খেয়েছিলেন । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে । অন্যদের চিকিৎসা চলছে ।

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. গলায় জেলি লজেন্স আটকে সাতারায় শিশুকন্যার মৃত্যু
  3. গর্ভাবস্থায় ডেঙ্গি ? বিপদ এড়িয়ে সুস্থ থাকার পথ বললেন চিকিৎসক

পিলিভিট, 12 মে: নুডলস খেয়ে মৃত্যু হল নাবালকের ৷ জানা গিয়েছে, ওই নাবালক নুডলসের সঙ্গে ভাত খেয়েছিল ৷ শুক্রবার রাতে নুডলসের সঙ্গে ভাত খান ওই পরিবারের সদস্যরা ৷ এরপরই অসুস্থ হয়ে পড়েন পরিবারের ছ'জন ৷ যার মধ্যে একজন ওই নাবালক ৷ প্রাথমিক চিকিৎসার পর সবাইকে ছেড়ে দেওয়া হয় ৷ কিন্তু বাড়ি ফিরে আসার পর মৃত্যু হয় ওই 6 বছরের নাবালকের ৷ এরপর অন্যদের অবস্থারও অবনতি হয় । সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের পিলিভিট জেলায় ৷ স্বভাবত এমন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ।

স্থানীয় সূত্রের খবর, পুরানপুর তহসিল এলাকার রাহুল নগরের বাসিন্দা সীমার বিয়ে হয়েছিল দেরাদুনের বাসিন্দা সোনুর সঙ্গে । বৃহস্পতিবার ছেলে রোহন, বিবেক এবং মেয়ে সন্ধ্যাকে নিয়ে সীমা বাপের বাড়ি এসেছিলেন । যেখানে রাতে পরিবারের সবাই নুডলস খান ৷ এর সঙ্গে তাঁরা ভাত খেয়েছিলেন ৷ খাওয়াদাওয়ার পর সবাই ঘুমোতে যান । পরে রাতে সীমা, তাঁর তিন সন্তান, বোন সঞ্জু ও বৌদি সঞ্জনার অবস্থার অবনতি হয় ।

শুক্রবার রাতে সবাইকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ সেখানে অবস্থার খানিক উন্নতি হলে পরিবারের সদস্যরা বাড়ি চলে যান । এদিকে বাড়ি ফিরে সীমার ছেলে রোহন পেট ব্যথার কথা বলে এবং জল খেয়ে শুয়ে পড়ে । এর কিছুক্ষণ পরেই মৃত্যু হয় রোহনের । ঘটনার পর অন্য সদস্যদের অবস্থারও অবনতি হয় । শনিবার সকালে সবাইকে কমিউনিটি হেলথ সেন্টারে ভর্তি করা হয় । সেখান থেকে বিবেককে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয় ।

ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য দফতরের টিম বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে । এই বিষয়ে তথ্য দিতে গিয়ে পুরানপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ রশিদ জানান, কমিউনিটি হেলথ সেন্টারে পাঁচজনকে আনা হয়েছে । পরিবারের সদস্যরা জানান, তাঁরা নুডলস দিয়ে ভাত খেয়েছিলেন । তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উচ্চতর কেন্দ্রে রেফার করা হয়েছে । অন্যদের চিকিৎসা চলছে ।

আরও পড়ুন :

  1. নিকাশিনালা কাটার কাজ দেখতে গিয়ে মাটি ধসে 4 শিশুর মৃত্যু, চাঞ্চল্য চোপড়ায়
  2. গলায় জেলি লজেন্স আটকে সাতারায় শিশুকন্যার মৃত্যু
  3. গর্ভাবস্থায় ডেঙ্গি ? বিপদ এড়িয়ে সুস্থ থাকার পথ বললেন চিকিৎসক
Last Updated : May 12, 2024, 12:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.