নয়াদিল্লি, 22 মার্চ: অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতারির এই অধ্যায়ের পর আরও বড় নেতা হয়ে উঠবেন ৷ শুক্রবার এমনই দাবি করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ৷ এ দিন তিনি দিল্লির মুখ্যমন্ত্রীর পরিবারের সঙ্গে দেখা করেন ৷ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের হাতে গ্রেফতার হলেও দল কেজরিওয়ালের পেছনে দৃঢ়ভাবে রয়েছে বলে তাঁর পরিবারকে আশ্বস্ত করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ কেজরিওয়ালকে তিনি এ দিন দেশপ্রেমিক বলে উল্লেখ করেছেন ৷
শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভগবন্ত মান বলেন, কেজরিওয়াল শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি ধারণা । পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর অভিযোগ, বিজেপি ও প্রধানমন্ত্রী স্বৈরাচার অনুসরণ করছেন এবং তাঁরা চান না যে, কোনও বিরোধী নেতা লোকসভা নির্বাচনের প্রচার করুন । এ প্রসঙ্গে রাশিয়ার সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের কথা উল্লেখ করে ভগবন্ত মান বলেন, "এই দেশে গণতন্ত্র কোথায় ? রাশিয়ায় (ভ্লাদিমির) পুতিন 88 শতাংশ ভোট পেয়েছেন । ওরাও পুতিনের পথ অনুসরণ করছেন ৷"
তিনি আগে যেমন কেজরিওয়ালের সঙ্গে বিরোধীদের জোট ইন্ডিয়া ব্লকের বৈঠকে যোগ দিতেন, আগামী দিনেও তিনি সে রকমই ইন্ডিয়ার বৈঠকে যোগ দেবেন বলে জানান পঞ্জাবের মুখ্যমন্ত্রী ৷ তাঁর কথায়, "ইন্ডিয়া ব্লক বর্তমানে শক্তিশালী হয়ে উঠেছে এবং আগামী দিনে, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করব এবং যৌথ ইভেন্ট করব ৷" বিজেপির নিন্দা করে এ দিন তিনি আরও বলেন যে, আপ ও কেজরিওয়ালকে ভয় পায় নরেন্দ্র মোদির দল ।
পঞ্জাবের মুখ্যমন্ত্রীর কথায়, "এটি বিজেপির একটি ভ্রম যে তারা কেজরিওয়ালকে গ্রেফতারের মাধ্যমে আপকে পর্যুদস্ত করতে পারবে । গত 10 বছরে দেশে কোটি কোটি কেজরিওয়ালের জন্ম হয়ে গিয়েছে ৷" তাঁর কথায়, আম আদমি পার্টি আর একটি ছোট দল নয় এবং এটি পঞ্জাব ও দিল্লিতে সরকারগুলির পাশাপাশি অনেক রাজ্যে সাংসদ এবং বিধায়কদের নিয়ে একটি জাতীয় দলে পরিণত হয়েছে ৷
আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক কেজরিওয়ালকে আবগারি নীতি সংক্রান্ত আর্থিক তছরুপের মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷
আরও পড়ুন: