ETV Bharat / bharat

ইন্ডিয়া শিবিরে হরিয়ানা-ক্ষত! 'হাত' না-ধরে প্রার্থী তালিকা প্রকাশ আপের - HARYANA ELECTION 2024

Haryana Assembly Election 2024: হরিয়ানায় কংগ্রেসের সঙ্গে জোট ভেস্তে গেল আপের ৷ বিধানসভা নির্বাচনে তাদের দল কংগ্রেসের সঙ্গে জোট করবে না বলেও জানিয়ে দিয়েছে আপের রাজ্য সভাপতি ন।

Haryana Poll
কংগ্রেসের সঙ্গে কোনও জোট নয় (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 8:25 PM IST

Updated : Sep 9, 2024, 9:25 PM IST

চণ্ডীগড়, 9 সেপ্টেম্বর: কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় 20 জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না।

90 আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচন আগামী 5 অক্টোবর ৷ আপের হরিয়ানা রাজ্য সভাপতি সুশীল গুপ্ত স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে তাদের দল হরিয়ানা নির্বাচনে লড়বে না। দলের দ্বিতীয় তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি। মনোনয়নের জন্য মাত্র তিনদিন বাকি ৷ সুশীল গুপ্তা জানিয়েছেন, কংগ্রেস এবং আম আদমি পার্টি হরিয়ানায় আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আপের প্রথম তালিকায় 20 জন প্রার্থীর নাম থাকায় ওয়াকিবহল মহলের অনেকেই বিস্মিত ৷ তালিকা অনুযায়ী, আপ নেতা অনুরাগ ধান্দা কালায়ত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । একই সঙ্গে গুরপাল সিং নারায়ণগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুন্ড্রি থেকে টিকিট দেওয়া হয়েছে নরেন্দ্র শর্মাকে। ঝারুন্ডা থেকে জয়পাল শর্মাকে প্রার্থী করা হয়েছে। আমনদীপ জুন্ডলাকে আসান্ধ থেকে টিকিট দেওয়া হয়েছে। আর বিট্টু পেহলওয়ানকে সামালখা থেকে টিকিট দেওয়া হয়েছে।

জোট-আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে, সুশীল গুপ্তা জানান, তাঁদের দল শুরু থেকেই 90টি আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ তারা আর অপেক্ষা করবে না কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 12 সেপ্টেম্বর ৷ সময় দ্রুত শেষ হয়ে আসছে। হরিয়ানায় আপ নেতারা একা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব বাকি 70 প্রার্থীর জন্য তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।

চণ্ডীগড়, 9 সেপ্টেম্বর: কংগ্রেসের সঙ্গে জোট হচ্ছে না আম আদমি পার্টির ৷ হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থী তালিকা প্রকাশও করল আপ। প্রথম তালিকায় 20 জন প্রার্থীর নাম রয়েছে। এই তালিকা প্রকাশের পাশাপাশি, আপ হরিয়ানার সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথাও ঘোষণা করেছে ৷ এরই সঙ্গে কেজরিওয়ালের দল এও স্পষ্ট করে দিয়েছে, হরিয়ানার নির্বাচনে কংগ্রেসের সঙ্গে কোনও জোট হবে না।

90 আসনের হরিয়ানা বিধানসভা নির্বাচন আগামী 5 অক্টোবর ৷ আপের হরিয়ানা রাজ্য সভাপতি সুশীল গুপ্ত স্পষ্ট করে দিয়েছেন, কংগ্রেসের সঙ্গে জোট করে তাদের দল হরিয়ানা নির্বাচনে লড়বে না। দলের দ্বিতীয় তালিকাও শিগগিরই প্রকাশ করা হবে বলে জানান তিনি। মনোনয়নের জন্য মাত্র তিনদিন বাকি ৷ সুশীল গুপ্তা জানিয়েছেন, কংগ্রেস এবং আম আদমি পার্টি হরিয়ানায় আলাদাভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।

আপের প্রথম তালিকায় 20 জন প্রার্থীর নাম থাকায় ওয়াকিবহল মহলের অনেকেই বিস্মিত ৷ তালিকা অনুযায়ী, আপ নেতা অনুরাগ ধান্দা কালায়ত থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন । একই সঙ্গে গুরপাল সিং নারায়ণগড় থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুন্ড্রি থেকে টিকিট দেওয়া হয়েছে নরেন্দ্র শর্মাকে। ঝারুন্ডা থেকে জয়পাল শর্মাকে প্রার্থী করা হয়েছে। আমনদীপ জুন্ডলাকে আসান্ধ থেকে টিকিট দেওয়া হয়েছে। আর বিট্টু পেহলওয়ানকে সামালখা থেকে টিকিট দেওয়া হয়েছে।

জোট-আলোচনা ব্যর্থ হওয়ার বিষয়ে, সুশীল গুপ্তা জানান, তাঁদের দল শুরু থেকেই 90টি আসনের জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ তারা আর অপেক্ষা করবে না কারণ মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 12 সেপ্টেম্বর ৷ সময় দ্রুত শেষ হয়ে আসছে। হরিয়ানায় আপ নেতারা একা প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছেন। তাঁরা যত তাড়াতাড়ি সম্ভব বাকি 70 প্রার্থীর জন্য তাদের দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছেন।

Last Updated : Sep 9, 2024, 9:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.