নয়াদিল্লি, 15 ডিসেম্বর: আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল আম আদমি পার্টি (আপ) ৷ এই তালিকায় 38 জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে ৷ ফেব্রুয়ারিতে দিল্লির বিধানসভা ভোট হওয়ার কথা ৷
আপ আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল নিউ দিল্লি বিধানসভা থেকে লড়বেন ৷ মুখ্যমন্ত্রী অতিশী প্রার্থী হয়েছেন কালকাজি কেন্দ্র থেকে ৷ আপ মন্ত্রিসভার সদস্য সৌরভ ভরদ্বাজ গ্রেটার কৈলাশ, গোপাল রাই বাবরপুর, ইমরান হুসেন বল্লিমারান, রঘুবিন্দর শোকিন নানগ্লোয়ি জাট এবং মুকেশ কুমার আহলাওয়াত সুলতানপুর মাজরা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৷
Here is our fourth and final list for upcoming Delhi Elections ‼️
— AAP (@AamAadmiParty) December 15, 2024
Congratulations to all the candidates 🎉
फिर लायेंगे केजरीवाल 🔥💯 pic.twitter.com/YVgypI9mR9
চূড়ান্ত প্রার্থী তালিকা পোস্ট করে অরবিন্দ কেজরিওয়াল এক্স হ্যান্ডেলে লিখেছেন, "দিল্লির বাসিন্দাদের উন্নতির জন্য আমাদের দলের কিছু চিন্তাভাবনা এবং পরিকল্পনা রয়েছে ৷ এই পরিকল্পনাগুলি কার্যকর করতে কয়েকজন ভালো লোক প্রয়োজন ৷ আগামী 10 বছরে অনেক কাজ করা বাকি রয়েছে ৷ যাঁরা কাজ করবেন, দিল্লিবাসী তাঁদের জন্য ভোট দেবেন ৷"
এই প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করে কেজরিওয়াল বলেন, "বিজেপি হারিয়ে গিয়েছে ৷ তাদের কোনও মুখ্যমন্ত্রী মুখ নেই, দল নেই, কোনও পরিকল্পনা নেই ৷ দিল্লির জন্য কোনও ভাবনা নেই ৷ তাদের শুধু একটাই স্লোগান আছে, একটাই নীতি এবং একটাই মিশন - 'কেজরিওয়ালকে হঠাও'৷ ওদের জিজ্ঞেস করুন, গত 5 বছরে ওরা কী করেছে ৷ ওরা উত্তর দেবে, 'কেজরিওয়ালকে অনেক গালি দিয়েছি' ৷"
আসন-ইতিহাস
রাজনীতিতে পা রাখার পর থেকে বারবার এই নিউ দিল্লি আসন থেকেই জিতে আসছেন কেজরিওয়াল । 2008 সাল পর্যন্ত এই আসনের নাম ছিল গোল মার্কেট। পরে নাম বদলে যায়। তাছাড়া এই আসনের সঙ্গে দিল্লির মুখ্যমন্ত্রিত্বের বিশেষ যোগাযোগ আছে । কংগ্রেসের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও জিততেন এই আসন থেকেই। 2013 সালে তাঁকে পরাজিত করেই বিধানসভার সদস্য হন কেজরি। সেবার 49 দিনের জন্য কংগ্রেসের সমর্থন নিয়ে সরকার চালান। পরে দু'বার বিপুল আসন জিতে সরকার তৈরি করে আপ।
এদিকে, গতকালই সংবিধানের 75 বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত বিতর্কে অংশ নিয়েছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ৷ তিনি সংসদে জাতভিত্তির জনগণনা-সহ একাধিক ইস্যুতে বিজেপি সরকারকে আক্রমণ করেন ৷ পাল্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও পরিবারবাদ নিয়ে কংগ্রেসকে কার্যত তুলোধনা করেন ৷ এদিকে 'ইন্ডিয়া'য় কংগ্রেস খানিক কোণঠাসা হয়ে পড়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একটা বড় অংশ ৷ দিল্লি বিধানসভা নির্বাচনে আপ ও কংগ্রেস জোট বাঁধেনি ৷ একাই নির্বাচন লড়বেন বলে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল ৷