ETV Bharat / bharat

গণপিটুনিতে সুরাতে ব্যবসায়ীর মৃত্যু, গ্রেফতার 9

Mob Lynching in Surat: গুজরাতের সুরাতে এক ব্যবসায়ীকে গণপিটুনির অভিযোগ ৷ ঘটনায় ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ ৷ জানা গিয়েছে, শ্লীলতাহানির অভিযোগে একটি শপিংমলের ভিতর ওই ব্যবসায়ীকে মারধর করা হয় ৷

ETV BHARAT
ETV BHARAT
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 18, 2024, 7:05 PM IST

সুরাত, 18 মার্চ: শ্লীলতাহানির অভিযোগে সুরাতে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ৷ যে ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 9 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ শনিবার রাতে সুরাতের একটি শপিং মলে ঘটনাটি ঘটেছে ৷ নিহত ব্যবসায়ীর নাম সাগর নভেটিয়া (40) ৷

এই বিষয়ে সুরাতের ডিসিপি বিজয় সিং গুরজার বলেন, "ঘটনাটি ঘটেছে 16 মার্চ রাতে ৷ ওয়েস্ট ফিল্ড কমপ্লেক্সের দোতলায় ওই এক ব্যক্তি যুবতীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ আসে পুলিশের কাছে ৷ এরই মধ্যে সেখানে উপস্থিত আমন নামে এক যুবক এবং তাঁর বন্ধুরা অভিযুক্ত সাগর নভেটিয়াকে মলের পার্কিংয়ে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মারধর করে ছেড়ে দেয় তাঁরা ৷ পার্কিংয়ের সিসিটিভি'তে সেই ঘটনা ধরা পড়েছে ৷"

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এরপর অনুপম গোয়েল নামে এক ব্যক্তি, যিনি ফ্যাশন ডিজাইনিং ক্লাস চালান, সেই শপিং কমপ্লেক্সে আসেন ৷ ঘটনার খবর পেয়ে তিনি তাঁর সহকর্মীদের ফের অভিযুক্তকে ধরার নির্দেশ দেব ৷ সেই সময় অভিযুক্ত সাগর শপিং মল থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল ৷ কিন্তু, অনুপমের লোকেরা তাঁকে আবার ধরে মলে ফিরিয়ে আনে ৷ তাঁকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয় ও 10 জনেরও বেশি লোকজন মিলে সাগরকে মারধর করে ৷"

এই ঘটনায় সাগর নভেটিয়া গুরুতর আহত হন ৷ ততক্ষণে ভেসু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সাগরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের সময় সাগর নভেটিয়া টেবিলের উপর জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ দ্রুত তাঁকে নিউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসক সাগর নভেটিয়াকে মৃত ঘোষণা করেন ৷ প্রাথমিকভাবে চিকিৎসক জানান শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে ৷ সাগরের ময়নাতদন্ত করা হয়েছে ৷ সেই রিপোর্ট এখনও আসেনি ৷

তবে পুলিশ গণপিটুনিতে মৃত্যুর মামলা রুজু করেছে ৷ অভিযুক্তদের ধরতে পুলিশ ওই শপিং মলে যায় ও সিসিটিভি ফুটেজ ও গাড়ির নম্বর থেকে মোট 9 জনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত অনুপম গোয়েল ৷ বাকিরা হল আমন, রাজেশ, অক্ষয়, বীর কল্পেশ, নীতীন, সুরেশ, তুষার এবং ধর্মেশ ৷ বাকি আরও কয়েকজনের খোঁজ চলছে ৷

আরও পড়ুন:

  1. গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই, পিটিয়ে খুন করল গ্রামবাসীরা
  2. গাড়ি পার্কিংকে ঘিরে গণ্ডগোলে গুলি-গণপিটুনি, বিহারে মৃত 4

সুরাত, 18 মার্চ: শ্লীলতাহানির অভিযোগে সুরাতে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ ৷ যে ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে 9 অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করেছে ৷ শনিবার রাতে সুরাতের একটি শপিং মলে ঘটনাটি ঘটেছে ৷ নিহত ব্যবসায়ীর নাম সাগর নভেটিয়া (40) ৷

এই বিষয়ে সুরাতের ডিসিপি বিজয় সিং গুরজার বলেন, "ঘটনাটি ঘটেছে 16 মার্চ রাতে ৷ ওয়েস্ট ফিল্ড কমপ্লেক্সের দোতলায় ওই এক ব্যক্তি যুবতীর শ্লীলতাহানি করে বলে অভিযোগ আসে পুলিশের কাছে ৷ এরই মধ্যে সেখানে উপস্থিত আমন নামে এক যুবক এবং তাঁর বন্ধুরা অভিযুক্ত সাগর নভেটিয়াকে মলের পার্কিংয়ে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে মারধর করে ছেড়ে দেয় তাঁরা ৷ পার্কিংয়ের সিসিটিভি'তে সেই ঘটনা ধরা পড়েছে ৷"

ওই পুলিশ আধিকারিক জানিয়েছেন, "এরপর অনুপম গোয়েল নামে এক ব্যক্তি, যিনি ফ্যাশন ডিজাইনিং ক্লাস চালান, সেই শপিং কমপ্লেক্সে আসেন ৷ ঘটনার খবর পেয়ে তিনি তাঁর সহকর্মীদের ফের অভিযুক্তকে ধরার নির্দেশ দেব ৷ সেই সময় অভিযুক্ত সাগর শপিং মল থেকে বেশ কিছুটা দূরে চলে গিয়েছিল ৷ কিন্তু, অনুপমের লোকেরা তাঁকে আবার ধরে মলে ফিরিয়ে আনে ৷ তাঁকে বেসমেন্টে নিয়ে যাওয়া হয় ও 10 জনেরও বেশি লোকজন মিলে সাগরকে মারধর করে ৷"

এই ঘটনায় সাগর নভেটিয়া গুরুতর আহত হন ৷ ততক্ষণে ভেসু থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং সাগরকে উদ্ধার করে থানায় নিয়ে যায় ৷ সেখানে তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ জিজ্ঞাসাবাদের সময় সাগর নভেটিয়া টেবিলের উপর জ্ঞান হারিয়ে পড়ে যান ৷ দ্রুত তাঁকে নিউ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু, চিকিৎসক সাগর নভেটিয়াকে মৃত ঘোষণা করেন ৷ প্রাথমিকভাবে চিকিৎসক জানান শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে ৷ সাগরের ময়নাতদন্ত করা হয়েছে ৷ সেই রিপোর্ট এখনও আসেনি ৷

তবে পুলিশ গণপিটুনিতে মৃত্যুর মামলা রুজু করেছে ৷ অভিযুক্তদের ধরতে পুলিশ ওই শপিং মলে যায় ও সিসিটিভি ফুটেজ ও গাড়ির নম্বর থেকে মোট 9 জনকে গ্রেফতার করেছে ৷ ধৃতদের মধ্যে রয়েছেন মূল অভিযুক্ত অনুপম গোয়েল ৷ বাকিরা হল আমন, রাজেশ, অক্ষয়, বীর কল্পেশ, নীতীন, সুরেশ, তুষার এবং ধর্মেশ ৷ বাকি আরও কয়েকজনের খোঁজ চলছে ৷

আরও পড়ুন:

  1. গরু চুরি করতে গিয়ে হাতেনাতে পাকড়াও দুই, পিটিয়ে খুন করল গ্রামবাসীরা
  2. গাড়ি পার্কিংকে ঘিরে গণ্ডগোলে গুলি-গণপিটুনি, বিহারে মৃত 4
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.