নয়াদিল্লি, 28 জানুয়ারি: রাইসিনা হিলসের উপর সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় গানের সুরে মুখরিত হবে ঐতিহাসিক বিজয় চক ৷ 75তম সাধারণতন্ত্র দিবস উদযাপনের সমাপ্তি হবে সোমবার ৷ এই উপলক্ষে ওইদিন 'বিটিং রিট্রিট' অনুষ্ঠানে বাজানো হবে সমস্ত ভারতীয় গানের সুর ।ভারতীয় সেনা, নৌসেনা, বায়ুসেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (সিএপিএফ) ব্যান্ডগুলি বিশিষ্ট শ্রোতাদের সামনে 31টি চিত্তাকর্ষক ভারতীয় গানের সুর বাজাবে ৷ এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি তথা সশস্ত্র বাহিনীর সুপ্রিম কমান্ডার দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রী, ঊর্ধ্বতন আধিকারিক এবং সাধারণ জনগণ ৷ এমনটাই প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে ।
অনুষ্ঠান শুরু হবে ম্যাসড ব্যান্ডের 'শঙ্খনাদ' সুরের মাধ্যমে ৷ এর পরে পাইপস এবং ড্রামস ব্যান্ডের মাধ্যমে তুলে ধরা হবে 'বীর ভারত', 'সঙ্গম দূর', 'দেশ কা সারতাজ ভারত', 'ভাগীরথী' এবং 'অর্জুন'-এর মতো মুগ্ধকর সুর । সিএপিএফ ব্যান্ডগুলি এর মধ্যে 'ভারত কে জওয়ান' এবং 'বিজয় ভারত' বাজাবে ।
বায়ুসেনার ব্যান্ড 'টাইগার হিল', 'রিজয়েস ইন রাইসিনা' এবং 'স্বদেশী'র মতো সুরগুলি বাজাবে ৷ এর পাশাপাশি দর্শকরা ভারতীয় নৌসেনার ব্যান্ডকে 'আইএনএস বিক্রান্ত', 'মিশন চন্দ্রযান', 'জয় ভারতী' এবং 'হাম তাইয়ার হ্যায়'-সহ বেশ কয়েকটি সুর বাজাতে দেখতে পাবেন । এরপরে ভারতীয় সেনাবাহিনী ব্যান্ড 'ফৌলাদ কা জিগার', 'অগ্নিবীর', 'কারগিল 1999', 'তাকাত ওয়াতান' সুর তুলবেন । ম্যাসেড ব্যান্ডগুলি তারপর 'কদম কদম বাধায়ে জা', 'অ্যায় মেরে ওয়াতান কে লোগন' এবং 'ড্রামার্স কল' বাজাবে । 'সারে জাহান সে আচ্ছা' সুরের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে এই অনুষ্ঠানের ।
অনুষ্ঠানের প্রধান সঞ্চালক থাকবেন লেফটেন্যান্ট কর্নেল বিমল জোশি । আর্মি ব্যান্ডের সঞ্চালক হবেন সুবেদার মেজর মতিলাল ৷ ভারতীয় নৌসেনা এবং বায়ুসেনার সঞ্চালক হবেন এমসিপিও এনইউএস-II এম অ্যান্টনি এবং ওয়ারেন্ট অফিসার অশোক কুমার। সিএপিএফ ব্যান্ডের সঞ্চালক হবেন কনস্টেবল জিডি রানিদেবী । নায়েব সুবেদার উমেশ কুমারের নেতৃত্বে বাগ্লাররা পারফর্ম করবে এবং সুবেদার মেজর রাজেন্দর সিংয়ের নির্দেশে পাইপস এবং ড্রামস ব্যান্ড বাজবে ।
আরও পড়ুন: