ETV Bharat / bharat

খেলতে গিয়ে ধর্ষণের শিকার নাবালিকা ! সরষে খেতে মিলল দেহ - দেহ মিলল সরিষা খেতে

Minor Raped and Murdered: ইটাতে ধর্ষণের পর নাবালিকাকে খুনের অভিযোগ । দেহ মিলল সরিষা খেত থেকে ৷ মেয়েটি গ্রামের অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়েছিল । এরপর আর বাড়ি ফেরেনি । পুলিশ চারটি দল গঠন করে ঘটনার তদন্ত নেমেছে ৷

Minor Raped and Murdered
ধর্ষণের শিকার নাবালিকা
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 10:57 AM IST

ইটা(উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: সাত বছরের নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ । সরিষা খেত থেকে উদ্ধার হয়েছে মেয়েটির দেহ ৷ ঘটনাটি ঘটেছে ইটা জেলার কোতোয়ালি দেহাত থানা এলাকায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এই ঘটনার তদন্তে 4টি দল গঠন করা হয়েছে পুলিশের তরফে ।

জানা গিয়েছে, শনিবার দুপুরে কোতোয়ালি দেহাত থানা এলাকার একটি গ্রামে খেলতে গিয়েছিল সাত বছরের ওই নাবালিকা। এরপর হঠাতই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও নাবালিকার কোনও হদিশ পায়নি । সন্ধ্যায় মেয়েটির বাবা বাড়িতে পৌঁছে পুলিশে খবর দেন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ডগ স্কোয়াড দল নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ । স্নিফার ডগের সহায়তাতেই রাতের দিকে সরষে খেত থেকে মেয়েটির দেহ উদ্ধার করা হয় ।

নাবালিকার বাবা জানান, তাঁর মেয়ে অন্য শিশুদের সঙ্গে গ্রামে খেলতে গিয়েছিল । কিন্তু সন্ধে হয়ে গেলেও সে বাড়ি না-ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মেয়েকে খোঁজা শুরু হয় । শেষে খোঁজ না-পেয়ে পুলিশকে খবর দেন তিনি । এসএসপি রাজেশ কুমার সিং বলেন, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার রহস্য উদঘাটনে 4টি দল গঠন করা হয়েছে । শীঘ্রই অপরাধীদের ধরা হবে । এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে । এ ধরনের কাজের জন্য মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে । পুলিশ এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেবে ।"

আরও পড়ুন:

  1. সহপাঠীদের হাতে গণধর্ষণের 'শিকার' নাবালিকা,অভিযুক্ত 8 ও 10 বছরের দুই নাবালক
  2. শিশুকে অপহরণ করে খুন প্রতিবেশীর ! সরষে খেতে দেহ ছিঁড়ে খেল বন্য পশুরা
  3. শ্লীলতাহানির অভিযোগ, পা ধরে ক্ষমা চাইতেই শিক্ষককে চড় নির্যাতিতা ছাত্রীর !

ইটা(উত্তরপ্রদেশ), 11 ফেব্রুয়ারি: সাত বছরের নাবালিকাকে ধর্ষণের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ । সরিষা খেত থেকে উদ্ধার হয়েছে মেয়েটির দেহ ৷ ঘটনাটি ঘটেছে ইটা জেলার কোতোয়ালি দেহাত থানা এলাকায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে । এই ঘটনার তদন্তে 4টি দল গঠন করা হয়েছে পুলিশের তরফে ।

জানা গিয়েছে, শনিবার দুপুরে কোতোয়ালি দেহাত থানা এলাকার একটি গ্রামে খেলতে গিয়েছিল সাত বছরের ওই নাবালিকা। এরপর হঠাতই নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও নাবালিকার কোনও হদিশ পায়নি । সন্ধ্যায় মেয়েটির বাবা বাড়িতে পৌঁছে পুলিশে খবর দেন। ঘটনার গুরুত্ব বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই ডগ স্কোয়াড দল নিয়ে তল্লাশি শুরু করে পুলিশ । স্নিফার ডগের সহায়তাতেই রাতের দিকে সরষে খেত থেকে মেয়েটির দেহ উদ্ধার করা হয় ।

নাবালিকার বাবা জানান, তাঁর মেয়ে অন্য শিশুদের সঙ্গে গ্রামে খেলতে গিয়েছিল । কিন্তু সন্ধে হয়ে গেলেও সে বাড়ি না-ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়ে পরিবার। এরপর মেয়েকে খোঁজা শুরু হয় । শেষে খোঁজ না-পেয়ে পুলিশকে খবর দেন তিনি । এসএসপি রাজেশ কুমার সিং বলেন, "প্রাথমিক তদন্তে মনে হচ্ছে মেয়েটিকে ধর্ষণের পর খুন করা হয়েছে । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে । ঘটনার রহস্য উদঘাটনে 4টি দল গঠন করা হয়েছে । শীঘ্রই অপরাধীদের ধরা হবে । এই ঘটনার সঙ্গে যারাই জড়িত থাকুক তাদের কঠোরতম শাস্তি দেওয়া হবে । এ ধরনের কাজের জন্য মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে । পুলিশ এ ব্যাপারে কঠিন পদক্ষেপ নেবে ।"

আরও পড়ুন:

  1. সহপাঠীদের হাতে গণধর্ষণের 'শিকার' নাবালিকা,অভিযুক্ত 8 ও 10 বছরের দুই নাবালক
  2. শিশুকে অপহরণ করে খুন প্রতিবেশীর ! সরষে খেতে দেহ ছিঁড়ে খেল বন্য পশুরা
  3. শ্লীলতাহানির অভিযোগ, পা ধরে ক্ষমা চাইতেই শিক্ষককে চড় নির্যাতিতা ছাত্রীর !
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.