ETV Bharat / bharat

কুয়োয় পড়ে 150 ফুট গভীরে আটকে 5 বছরের শিশু, 48 ঘণ্টা ধরে চলছে উদ্ধারকাজ - BOY FALLEN IN BOREWELL IN DAUSA

150 ফুট গভীর বোরওয়েলে পড়ে যায় 5 বছরের শিশু ৷ 48 ঘণ্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধারকাজ ৷

BOY FALLEN IN BOREWELL IN DAUSA
150 ফুট গভীর খাতে 5 বছরের শিশু (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 11, 2024, 6:48 PM IST

দৌসা, 11 ডিসেম্বর: ঘরের সামনে বল নিয়ে খেলতে গিয়ে বিপত্তি ৷ 150 ফুট গভীর কুয়োয় পড়ে যায় 5 বছরের শিশু ৷ তারপর থেকে 48 ঘণ্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধারকাজ ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে খেলতে গিয়ে বেকাদায় গভীর কুয়োর মধ্যে পড়ে যায় 5 বছরের শিশু আরয়ান ৷ পরিবারের তরফে বহু চেষ্টা করেও তাকে বের করে আনা যায়নি ৷ পরে স্থানীয় প্রশাসনে খবর দেওয়া হয় ৷ এরপর রাজ্য ও জাতীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকাজ শুরু করে ৷

প্রশাসনিক আধিকারিকদের মতে, বিগত 48 ঘণ্টা ধরে পুরোদমে উদ্ধারকাজ চলছে ৷ তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে ৷ যদিও অক্সিজেন পাঠানো হচ্ছে আরিয়ানের কাছে ৷ সেই সঙ্গে, তার পরিস্থিতির উপর নজর রাখার জন্য কুয়োর ভিতরে একটি ক্যামেরাও পাঠানো হয়েছে ৷

দৌসা জেলা শাসক (ডিএম) দেবেন্দ্র কুমার এবং বিধায়ক দীনদয়াল বেরওয়া-সহ স্থানীয়রা ঘটনাস্থলে রয়েছেন ৷ উদ্ধারকাজ তদারকি করছেন তাঁরা । জেলা শাসক বলেন, "মেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং শিশুটি ভালো রয়েছে । সিভিল ডিফেন্সের দলের পাশাপাশি SDRF এবং NDRF ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । যন্ত্রের সাহায্যে খননকাজ শুরু হয়েছে । শিশুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷"

জেলা শাসক আরও জানান, শিশুটিকে উদ্ধার করতে কুয়োর সমান্তরাল 5-ফুট প্রস্থের 150-ফুট গভীর গর্ত খনন করার জন্য একটি পাইলিং রিগ মেশিন আনা হয়েছে । তিনি বলেন, "প্রায় 110 ফুট ড্রিলিং করা হয়েছে ৷ এখনও প্রায় 40-50 ফুট ড্রিলিং করা প্রয়োজন ।"

বিয়ের মণ্ডপে হাজির প্রেমিকা ! বরের সঙ্গে 7 বছরের সম্পর্ক বলে দাবি করলেন তরুণী

দৌসা, 11 ডিসেম্বর: ঘরের সামনে বল নিয়ে খেলতে গিয়ে বিপত্তি ৷ 150 ফুট গভীর কুয়োয় পড়ে যায় 5 বছরের শিশু ৷ তারপর থেকে 48 ঘণ্টারও বেশি সময় ধরে চলছে উদ্ধারকাজ ৷ ঘটনাটি ঘটেছে রাজস্থানের দৌসা জেলায় ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, বাড়ির সামনে খেলতে গিয়ে বেকাদায় গভীর কুয়োর মধ্যে পড়ে যায় 5 বছরের শিশু আরয়ান ৷ পরিবারের তরফে বহু চেষ্টা করেও তাকে বের করে আনা যায়নি ৷ পরে স্থানীয় প্রশাসনে খবর দেওয়া হয় ৷ এরপর রাজ্য ও জাতীয় উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকাজ শুরু করে ৷

প্রশাসনিক আধিকারিকদের মতে, বিগত 48 ঘণ্টা ধরে পুরোদমে উদ্ধারকাজ চলছে ৷ তবে যান্ত্রিক ত্রুটির কারণে তাদের বেশ খানিকটা বেগ পেতে হচ্ছে ৷ যদিও অক্সিজেন পাঠানো হচ্ছে আরিয়ানের কাছে ৷ সেই সঙ্গে, তার পরিস্থিতির উপর নজর রাখার জন্য কুয়োর ভিতরে একটি ক্যামেরাও পাঠানো হয়েছে ৷

দৌসা জেলা শাসক (ডিএম) দেবেন্দ্র কুমার এবং বিধায়ক দীনদয়াল বেরওয়া-সহ স্থানীয়রা ঘটনাস্থলে রয়েছেন ৷ উদ্ধারকাজ তদারকি করছেন তাঁরা । জেলা শাসক বলেন, "মেডিক্যাল টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং শিশুটি ভালো রয়েছে । সিভিল ডিফেন্সের দলের পাশাপাশি SDRF এবং NDRF ঘটনাস্থলে উপস্থিত রয়েছে । যন্ত্রের সাহায্যে খননকাজ শুরু হয়েছে । শিশুটিকে দ্রুত উদ্ধারের চেষ্টা করা হচ্ছে ৷"

জেলা শাসক আরও জানান, শিশুটিকে উদ্ধার করতে কুয়োর সমান্তরাল 5-ফুট প্রস্থের 150-ফুট গভীর গর্ত খনন করার জন্য একটি পাইলিং রিগ মেশিন আনা হয়েছে । তিনি বলেন, "প্রায় 110 ফুট ড্রিলিং করা হয়েছে ৷ এখনও প্রায় 40-50 ফুট ড্রিলিং করা প্রয়োজন ।"

বিয়ের মণ্ডপে হাজির প্রেমিকা ! বরের সঙ্গে 7 বছরের সম্পর্ক বলে দাবি করলেন তরুণী
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.