উদয়পুর, 28 মে: অনুষ্ঠান বাড়ি গিয়ে বিপত্তি! খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় প্রাণ গেল এক মহিলা-সহ 4 জনের ৷ হাসপাতালে ভরতি 35 জনেরও বেশি ৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের কোটরা এলাকায় ৷ উল্লেখ্য, এদিন খাবারের সঙ্গে দেশি মদও পান করেছিলেন অনুষ্ঠানে আসা অতিথিরা বলে খবর ৷ সুতরাং ঠিক কী কারণে এদিনের এই ঘটনা, তা এখনও জানা যায়নি ৷ ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ অবস্থার অবনতি ঘটায় 35 জনের মধ্যে 12 জনকে ইতিমধ্যেই গুজরাতের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কোটরা থানার পুলিশ ৷
ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক অশোক জানান, সোমবার রাতে কোটরার সাওয়ান কিরা গ্রামে পুনা পারগি নামক এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান ছিল ৷ তাঁর ছেলের আশীর্বাদ উপলক্ষে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরদি কলা থেকে আসা কনের পরিবার ৷ খাবার খাওয়ার পর থেকে ধীরে ধীরে বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের ৷ এরপর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুজরাতে স্থানান্তরিত করা হয় ৷
এদিকে খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী বাবুলাল খারাদি ৷ বর-কনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি ৷ ঘটনার তদন্তের বিষয়ে বিস্তারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন ৷ এরপর তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার সঠিক কারণ খুঁজতে নিজেদের মতো তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনের মুখ দিয়ে ফ্যানা বের হতে শুরু করে ৷ সেক্ষেত্রে বিষক্রিয়া হয়েছে, তা নিশ্চিত ৷ কিন্তু ঠিক কোন খাবার থেকে সেই বিষক্রিয়া হয়েছে, তার তদন্ত চলছে ৷ ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে উদপুর থেকে চিকিৎসকদেরও আনা হয়েছে ৷