ETV Bharat / bharat

অনুষ্ঠান বাড়ির খাবারে বিষ! মৃত 4, হাসপাতালে ভরতি 35 - Food Poisoning in Udaipur

Udaipur Food Poisoning: উদয়পুরের কোটরা থানা এলাকায় একটি অনুষ্ঠান বাড়ির খাবারে বিষক্রিয়া ৷ ঘটনায় মৃত 4 ৷ 35 জনেরও বেশি মানুষের স্বাস্থ্যের অবনতি হয়েছে। 12 জনকে চিকিৎসার জন্য অন্যত্র রেফার করা হয়েছে।

Food Poisoning in Rajasthan
খাদ্য বিষক্রিয়ায় মৃত্যু (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 5:16 PM IST

উদয়পুর, 28 মে: অনুষ্ঠান বাড়ি গিয়ে বিপত্তি! খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় প্রাণ গেল এক মহিলা-সহ 4 জনের ৷ হাসপাতালে ভরতি 35 জনেরও বেশি ৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের কোটরা এলাকায় ৷ উল্লেখ্য, এদিন খাবারের সঙ্গে দেশি মদও পান করেছিলেন অনুষ্ঠানে আসা অতিথিরা বলে খবর ৷ সুতরাং ঠিক কী কারণে এদিনের এই ঘটনা, তা এখনও জানা যায়নি ৷ ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ অবস্থার অবনতি ঘটায় 35 জনের মধ্যে 12 জনকে ইতিমধ্যেই গুজরাতের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কোটরা থানার পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক অশোক জানান, সোমবার রাতে কোটরার সাওয়ান কিরা গ্রামে পুনা পারগি নামক এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান ছিল ৷ তাঁর ছেলের আশীর্বাদ উপলক্ষে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরদি কলা থেকে আসা কনের পরিবার ৷ খাবার খাওয়ার পর থেকে ধীরে ধীরে বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের ৷ এরপর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুজরাতে স্থানান্তরিত করা হয় ৷

এদিকে খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী বাবুলাল খারাদি ৷ বর-কনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি ৷ ঘটনার তদন্তের বিষয়ে বিস্তারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন ৷ এরপর তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার সঠিক কারণ খুঁজতে নিজেদের মতো তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনের মুখ দিয়ে ফ্যানা বের হতে শুরু করে ৷ সেক্ষেত্রে বিষক্রিয়া হয়েছে, তা নিশ্চিত ৷ কিন্তু ঠিক কোন খাবার থেকে সেই বিষক্রিয়া হয়েছে, তার তদন্ত চলছে ৷ ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে উদপুর থেকে চিকিৎসকদেরও আনা হয়েছে ৷

উদয়পুর, 28 মে: অনুষ্ঠান বাড়ি গিয়ে বিপত্তি! খাদ্যে বিষক্রিয়ার ঘটনায় প্রাণ গেল এক মহিলা-সহ 4 জনের ৷ হাসপাতালে ভরতি 35 জনেরও বেশি ৷ ঘটনাটি ঘটেছে উদয়পুরের কোটরা এলাকায় ৷ উল্লেখ্য, এদিন খাবারের সঙ্গে দেশি মদও পান করেছিলেন অনুষ্ঠানে আসা অতিথিরা বলে খবর ৷ সুতরাং ঠিক কী কারণে এদিনের এই ঘটনা, তা এখনও জানা যায়নি ৷ ঘটনার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷ অবস্থার অবনতি ঘটায় 35 জনের মধ্যে 12 জনকে ইতিমধ্যেই গুজরাতের এক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে কোটরা থানার পুলিশ ৷

ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক অশোক জানান, সোমবার রাতে কোটরার সাওয়ান কিরা গ্রামে পুনা পারগি নামক এক ব্যক্তির বাড়িতে অনুষ্ঠান ছিল ৷ তাঁর ছেলের আশীর্বাদ উপলক্ষে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোরদি কলা থেকে আসা কনের পরিবার ৷ খাবার খাওয়ার পর থেকে ধীরে ধীরে বেশ কয়েকজনের শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে ৷ স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের ৷ এরপর আহতদের মধ্যে বেশ কয়েকজনকে গুজরাতে স্থানান্তরিত করা হয় ৷

এদিকে খবর পাওয়া মাত্রই হাসপাতালে পৌঁছন রাজ্যের মন্ত্রী বাবুলাল খারাদি ৷ বর-কনের পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন তিনি ৷ ঘটনার তদন্তের বিষয়ে বিস্তারে পুলিশ আধিকারিকদের সঙ্গে কথাও বলেন ৷ এরপর তিনি জানান, খাদ্যে বিষক্রিয়ার সঠিক কারণ খুঁজতে নিজেদের মতো তদন্ত শুরু করেছে স্বাস্থ্য দফতর ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেশ কয়েকজনের মুখ দিয়ে ফ্যানা বের হতে শুরু করে ৷ সেক্ষেত্রে বিষক্রিয়া হয়েছে, তা নিশ্চিত ৷ কিন্তু ঠিক কোন খাবার থেকে সেই বিষক্রিয়া হয়েছে, তার তদন্ত চলছে ৷ ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ পরিস্থিতি সামাল দিতে উদপুর থেকে চিকিৎসকদেরও আনা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.