ETV Bharat / bharat

লখনউয়ের সংশোধনাগারে এইডস আক্রান্ত 66 বন্দি, উদ্বিগ্ন প্রশাসন

HIV Positive Prisoners: আগেই ছিল 28, বর্তমানে 38 জন বন্দি এইচআইভি পজিটিভ ৷ 66 এইডস আক্রান্ত বন্দিকে নিয়ে চিন্তায় লখনউ জেলা সংশোধনাগার ৷

Etv Bharat
লখনউয়ের সংশোধনাগারে 66 জন বন্দি এইডস আক্রান্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 5, 2024, 8:49 AM IST

লখনউ, 5 ফেব্রুয়ারি: সংশোধানাগারে নতুন করে 38 জন বন্দি এইচআইভি পজিটিভ ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের জেলা সংশোধনাগারে ৷ এই সংশোধনাগারে আগেই 28 জন এইচআইভি পজিটিভ ছিলেন । তারপর 38 জনও সংক্রমিত হওয়ায় এখন লখনউ জেলা কারাগারে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। এত বিপুল সংখ্যক বন্দি এইচআইভিতে আক্রান্ত হওয়ায় জেল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ তোলপাড়।

যদিও এই বিষয়ে এখনও কিছু বলতে রাজি নয় সংশোধনাগার কর্তৃপক্ষ । আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । চিকিৎসকের দল আক্রান্ত বন্দিদের পর্যবেক্ষণও করছে। একইসঙ্গে সংক্রমণের কারণগুলি খুঁজে বের করা হচ্ছে । উত্তরপ্রদেশ রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি (ISHTH) প্রচারাভিযানের অধীনে 3 ডিসেম্বর, 2023 থেকে 3 জানুয়ারি, 2024 পর্যন্ত এসটিআই, এইচআইভি, হেপাটাইটিস বি এবং টিবি রোগীদের স্ক্রিনিং করেছে ৷

ইউপি এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম পরিচালক ডাঃ রমেশের জানিয়েছেন, সমস্ত এইডস সংক্রামিত ব্যক্তিদের যত্ন নেওয়া হচ্ছে । কেজিএমইউ-এর অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার থেকে তাদের সমস্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে । লখনউয়ের সিএমও ডাঃ মনোজ আগরওয়ালের মতে, লখনউ জেলা কারাগারে এইচআইভি রোগীদের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে । সর্বক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । একই বিছানা কিংবা কাপড় ব্যবহার করলেও এইচআইভি সংক্রামিত হয় না। এছাড়াও, একই ঘরে বা ঘরে থাকা এবং একই টয়লেট ও বাথরুম ব্যবহার করলেও এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয় না। এমনকী, এইচআইভি সংক্রামিত ব্যক্তিদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের (যেমন- হাত মেলানো, একসঙ্গে খাওয়া, একই স্ট্যান্ড থেকে জল পান করা) মাধ্যমেও কিংবা মশা কামড়ালেও সংক্রমণ ছড়ায় না ৷ ছড়ায় কেবল অসুরক্ষিত যৌনমিলনের ফলে ৷ সেক্ষেত্রে সংশোধনাগারের মধ্যে এত সংখ্যক বন্দির মধ্যে কীভাবে এইচআইভি সংক্রমিত হল তাই ভাবাচ্ছে কারা প্রশাসনকে ৷ যদিও এটা প্রথমবার নয়, উত্তরপ্রদেশে এমন ঘটনা আগেও ঘটেছে ৷ 2022 সালের নভেম্বর মাসে গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারের 140 জন বন্দি এইচআইভি পজিটিভ হয়েছিল ৷

আরও পড়ুন :

  1. গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারে এইডস আক্রান্ত 140 বন্দি
  2. এইচআইভি পজিটিভেও বাধা নেই দুগ্ধপানে, এইডস দিবসে সচেতনতার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা
  3. এইডস মানেই কি নিশ্চিত মৃত্যু ? আজই ঝেড়ে ফেলুন ভুল ধারণাগুলি

লখনউ, 5 ফেব্রুয়ারি: সংশোধানাগারে নতুন করে 38 জন বন্দি এইচআইভি পজিটিভ ৷ বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশের রাজধানী লখনউয়ের জেলা সংশোধনাগারে ৷ এই সংশোধনাগারে আগেই 28 জন এইচআইভি পজিটিভ ছিলেন । তারপর 38 জনও সংক্রমিত হওয়ায় এখন লখনউ জেলা কারাগারে এইচআইভি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 66 জনে। এত বিপুল সংখ্যক বন্দি এইচআইভিতে আক্রান্ত হওয়ায় জেল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিভাগ তোলপাড়।

যদিও এই বিষয়ে এখনও কিছু বলতে রাজি নয় সংশোধনাগার কর্তৃপক্ষ । আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে । চিকিৎসকের দল আক্রান্ত বন্দিদের পর্যবেক্ষণও করছে। একইসঙ্গে সংক্রমণের কারণগুলি খুঁজে বের করা হচ্ছে । উত্তরপ্রদেশ রাজ্য এইডস কন্ট্রোল সোসাইটি (ISHTH) প্রচারাভিযানের অধীনে 3 ডিসেম্বর, 2023 থেকে 3 জানুয়ারি, 2024 পর্যন্ত এসটিআই, এইচআইভি, হেপাটাইটিস বি এবং টিবি রোগীদের স্ক্রিনিং করেছে ৷

ইউপি এইডস কন্ট্রোল সোসাইটির যুগ্ম পরিচালক ডাঃ রমেশের জানিয়েছেন, সমস্ত এইডস সংক্রামিত ব্যক্তিদের যত্ন নেওয়া হচ্ছে । কেজিএমইউ-এর অ্যান্টি রেট্রো ভাইরাল থেরাপি (এআরটি) সেন্টার থেকে তাদের সমস্ত ওষুধ সরবরাহ করা হচ্ছে । লখনউয়ের সিএমও ডাঃ মনোজ আগরওয়ালের মতে, লখনউ জেলা কারাগারে এইচআইভি রোগীদের নির্ধারিত প্রোটোকল অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে । সর্বক্ষণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে ।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তদন্ত বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে । একই বিছানা কিংবা কাপড় ব্যবহার করলেও এইচআইভি সংক্রামিত হয় না। এছাড়াও, একই ঘরে বা ঘরে থাকা এবং একই টয়লেট ও বাথরুম ব্যবহার করলেও এই ভাইরাসে মানুষ আক্রান্ত হয় না। এমনকী, এইচআইভি সংক্রামিত ব্যক্তিদের সঙ্গে স্বাভাবিক যোগাযোগের (যেমন- হাত মেলানো, একসঙ্গে খাওয়া, একই স্ট্যান্ড থেকে জল পান করা) মাধ্যমেও কিংবা মশা কামড়ালেও সংক্রমণ ছড়ায় না ৷ ছড়ায় কেবল অসুরক্ষিত যৌনমিলনের ফলে ৷ সেক্ষেত্রে সংশোধনাগারের মধ্যে এত সংখ্যক বন্দির মধ্যে কীভাবে এইচআইভি সংক্রমিত হল তাই ভাবাচ্ছে কারা প্রশাসনকে ৷ যদিও এটা প্রথমবার নয়, উত্তরপ্রদেশে এমন ঘটনা আগেও ঘটেছে ৷ 2022 সালের নভেম্বর মাসে গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারের 140 জন বন্দি এইচআইভি পজিটিভ হয়েছিল ৷

আরও পড়ুন :

  1. গাজিয়াবাদের ডাসনা সংশোধনাগারে এইডস আক্রান্ত 140 বন্দি
  2. এইচআইভি পজিটিভেও বাধা নেই দুগ্ধপানে, এইডস দিবসে সচেতনতার বার্তা দিচ্ছেন চিকিৎসকরা
  3. এইডস মানেই কি নিশ্চিত মৃত্যু ? আজই ঝেড়ে ফেলুন ভুল ধারণাগুলি
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.