ETV Bharat / bharat

সিএএ বিজ্ঞপ্তির সম্ভাবনা তৈরি হতেই ফের আন্দোলনের পথে অসমের আসু ও 30টি উপজাতীয় সংগঠন - Guwahati

Anti CAA Protest: চলতি মাসেই জারি হতে পারে সিএএ-র বিজ্ঞপ্তি ৷ তার আগেই এই নিয়ে আন্দোলনের ঘোষণা করল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন ও 30টি উপজাতীয় সংগঠন ৷ বৃহস্পতিবার এক বৈঠকের পর সেই ঘোষণা করা হয় ওই সংগঠনগুলির তরফে ৷

Anti CAA Protest
Anti CAA Protest
author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 1, 2024, 3:29 PM IST

গুয়াহাটি, 1 মার্চ: চলতি মাসেই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিজ্ঞপ্তি জারি হতে পারে ৷ সরকারি সূত্র থেকে এমন খবর সামনে আসার পর আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) ও 30টি উপজাতীয় সংগঠন ৷ বৃহস্পতিবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে তাদের তরফে জানানো হয় যে এই আইন তারা মানবে না৷ তাদের আন্দোলন চলতে থাকবে ৷

বৃহস্পতিবার গুয়াহাটিতে আসু এবং 30টি আদিবাসী সংগঠনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় । এর পর আসুর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া-সহ 30টি আদিবাসী সংগঠনের নেতারা সাংবাদিক বৈঠকও করেন ।

Anti CAA Protest
অসমের আসু ও 30টি উপজাতীয় সংগঠনের বৈঠক৷

সেখানে তাঁরা জানান, সিএএ প্রয়োগের বিরুদ্ধে 4 মার্চ রাজ্যজুড়ে বাইক মিছিল করা হবে । প্রতিটি জেলায় এই বাইক র‌্যালি করা হবে । একইভাবে যেদিন 'সিএএ' বিধির অনুলিপিগুলি প্রয়োগ করা হবে, সেদিন তা পুড়িয়ে দেওয়া হবে । অন্যদিকে, সিএএ বিধি কার্যকর হওয়ার পরের দিন জেলা সদরে একটি মশাল র‌্যালি বের করা হবে ।

এই সংগঠনগুলির তরফে আরও জানানো হয় যে আগামী 8 মার্চ অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি রয়েছে ৷ তার আগে সিএএ বিরোধী আন্দোলনের সময় মৃত পাঁচজনের স্মরণে কর্মসূচি নেওয়া হবে ৷ এছাড়াও আগামী 9 মার্চ সকাল 6টা থেকে সন্ধ্য়া 6টা পর্যন্ত 12 ঘণ্টার অনশনও পালন করা হবে । অন্যদিকে, রাজ্যজুড়ে প্রতিটি জেলা সদরে সত্যাগ্রহ অনুষ্ঠিত হবে । তবে কোনও কর্মসূচির সময়সূচি এখনও জানানো হয়নি ৷

আন্দোলনের এজেন্ডা ঘোষণা করে আসুর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বলকুমার ভট্টাচার্য বলেন, ‘‘অসমের প্রতি কেন্দ্রীয় সরকার যে অবিচার করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া হবে না । সংগ্রাম চলছে ও চলবে । অসম ও উত্তর পূর্বে সিএএ-র বিরুদ্ধে অহিংস আন্দোলন ও আইনি লড়াই অব্যাহত রয়েছে ।’’ অসমের আদিবাসীদের ভবিষ্যৎ নিয়ে খেলা না করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে আবারও সতর্ক করেছেন তিনি ।

তিনি আরও বলেন, "আমরা সিএএ মানব না ৷ অবৈধ বাংলাদেশীদের রক্ষাকারী, অসাংবিধানিক, সাম্প্রদায়িক, আদিবাসী বিরোধী, অসম চুক্তি লঙ্ঘনকারী 'সিএএ'-এর বিরুদ্ধে আন্দোলন আগেও ছিল এবং ভবিষ্যতেও চলবে । শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে প্রভাবিত না করে আন্দোলন চলবে ।’’

আসু ও 30টি উপজাতীয় সংগঠনের তরফে জানানো হয়েছে যে অন্য সমমনস্ক সংগঠনের সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে এই অহিংস আন্দোলন চলবে ৷ আসু সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া জানিয়েছেন যে এই অসম বিরোধী এবং অসমীয়া বিরোধী আইন কোনও কারণেই মেনে নেওয়া হবে না । অসম কোনও অবস্থাতেই বিদেশিদের বোঝা নেবে না ।

আরও পড়ুন:

  1. 'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা
  2. লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ, ঘোষণা অমিত শাহের
  3. 'সাধারণ মানুষের চিন্তা স্বাভাবিক', সিএএ-উদ্বেগ নিয়ে কী মত রাজ্যপালের ?

গুয়াহাটি, 1 মার্চ: চলতি মাসেই নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-র বিজ্ঞপ্তি জারি হতে পারে ৷ সরকারি সূত্র থেকে এমন খবর সামনে আসার পর আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিল অল অসম স্টুডেন্টস ইউনিয়ন (আসু) ও 30টি উপজাতীয় সংগঠন ৷ বৃহস্পতিবার গুয়াহাটিতে সাংবাদিক বৈঠক করে তাদের তরফে জানানো হয় যে এই আইন তারা মানবে না৷ তাদের আন্দোলন চলতে থাকবে ৷

বৃহস্পতিবার গুয়াহাটিতে আসু এবং 30টি আদিবাসী সংগঠনের একটি বৈঠক অনুষ্ঠিত হয় ৷ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয় । এর পর আসুর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য, সভাপতি উৎপল শর্মা ও সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া-সহ 30টি আদিবাসী সংগঠনের নেতারা সাংবাদিক বৈঠকও করেন ।

Anti CAA Protest
অসমের আসু ও 30টি উপজাতীয় সংগঠনের বৈঠক৷

সেখানে তাঁরা জানান, সিএএ প্রয়োগের বিরুদ্ধে 4 মার্চ রাজ্যজুড়ে বাইক মিছিল করা হবে । প্রতিটি জেলায় এই বাইক র‌্যালি করা হবে । একইভাবে যেদিন 'সিএএ' বিধির অনুলিপিগুলি প্রয়োগ করা হবে, সেদিন তা পুড়িয়ে দেওয়া হবে । অন্যদিকে, সিএএ বিধি কার্যকর হওয়ার পরের দিন জেলা সদরে একটি মশাল র‌্যালি বের করা হবে ।

এই সংগঠনগুলির তরফে আরও জানানো হয় যে আগামী 8 মার্চ অসমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কর্মসূচি রয়েছে ৷ তার আগে সিএএ বিরোধী আন্দোলনের সময় মৃত পাঁচজনের স্মরণে কর্মসূচি নেওয়া হবে ৷ এছাড়াও আগামী 9 মার্চ সকাল 6টা থেকে সন্ধ্য়া 6টা পর্যন্ত 12 ঘণ্টার অনশনও পালন করা হবে । অন্যদিকে, রাজ্যজুড়ে প্রতিটি জেলা সদরে সত্যাগ্রহ অনুষ্ঠিত হবে । তবে কোনও কর্মসূচির সময়সূচি এখনও জানানো হয়নি ৷

আন্দোলনের এজেন্ডা ঘোষণা করে আসুর প্রধান উপদেষ্টা সমুজ্জ্বলকুমার ভট্টাচার্য বলেন, ‘‘অসমের প্রতি কেন্দ্রীয় সরকার যে অবিচার করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া হবে না । সংগ্রাম চলছে ও চলবে । অসম ও উত্তর পূর্বে সিএএ-র বিরুদ্ধে অহিংস আন্দোলন ও আইনি লড়াই অব্যাহত রয়েছে ।’’ অসমের আদিবাসীদের ভবিষ্যৎ নিয়ে খেলা না করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে আবারও সতর্ক করেছেন তিনি ।

তিনি আরও বলেন, "আমরা সিএএ মানব না ৷ অবৈধ বাংলাদেশীদের রক্ষাকারী, অসাংবিধানিক, সাম্প্রদায়িক, আদিবাসী বিরোধী, অসম চুক্তি লঙ্ঘনকারী 'সিএএ'-এর বিরুদ্ধে আন্দোলন আগেও ছিল এবং ভবিষ্যতেও চলবে । শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে প্রভাবিত না করে আন্দোলন চলবে ।’’

আসু ও 30টি উপজাতীয় সংগঠনের তরফে জানানো হয়েছে যে অন্য সমমনস্ক সংগঠনের সঙ্গে আলোচনা করে ঐক্যবদ্ধভাবে এই অহিংস আন্দোলন চলবে ৷ আসু সভাপতি উৎপল শর্মা এবং সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বড়ুয়া জানিয়েছেন যে এই অসম বিরোধী এবং অসমীয়া বিরোধী আইন কোনও কারণেই মেনে নেওয়া হবে না । অসম কোনও অবস্থাতেই বিদেশিদের বোঝা নেবে না ।

আরও পড়ুন:

  1. 'বাংলায় এনআরসি হতে দেব না', লোকসভার আগে ফের সোচ্চার মমতা
  2. লোকসভা নির্বাচনের আগেই কার্যকর হবে সিএএ, ঘোষণা অমিত শাহের
  3. 'সাধারণ মানুষের চিন্তা স্বাভাবিক', সিএএ-উদ্বেগ নিয়ে কী মত রাজ্যপালের ?
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.