ETV Bharat / bharat

নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো, বিমানবন্দর থেকে পলাতক সোনাপাচারে অভিযুক্ত 30 বিদেশি নাগরিক ! - Lucknow Airport - LUCKNOW AIRPORT

Lucknow Airport: সোনা পাচারের অভিযোগে আটক করা হয়েছিল 30 জন যাত্রীকে ৷ লখনউ বিমানবন্দর থেকে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পালিয়ে গেল সেই 30 জন ৷

Lucknow Airport
বিমানবন্দর থেকে পলাতক পাচারকারি
author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 4:15 PM IST

লখনউ, 4 এপ্রিল: সোনা পাচারের অভিযোগে লখনউ বিমানবন্দরে আটক করা হয়েছিল 36 জনকে ৷ অসুস্থতার ভান করে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে 30 জন ৷ ইতিমধ্য়েই পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে শুল্ক এবং পুলিশ আধিকারিকরা ৷

সোমবার লখনউয়ের চৌধুরি চরণ সিং বিমানবন্দর থেকে 36 জনকে আটক করে শুল্ক দফতর এবং ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) আধিকারিকরা ৷ অভিযুক্তরা সকলেই শারজার বাসিন্দা ৷ লখনউ পুলিশের অ্য়াডিশনাল ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং জানান, তল্লাশি চালানোর সময় ধৃতদের কাছ থেকে 3 কোটি টাকার বেশি সিগারেট এবং নগদ 23.90 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় ৷ তাদের মধ্যে 6 জন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সোনা সঙ্গে করে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার কর নেয় ৷

এরপর 30 জনকে জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হয় ৷ সেই সময় একজন অসুস্থতার ভান করেন ৷ ঘটনাটিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয় ৷ সেই পরিস্থিতিরই সুযোগ নিয়ে আধিকারিকদের চোখ এড়িয়ে পালিয়ে যায় সকলে ৷ কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অ্য়াডিশনাল ডেপুটি কমিশনার ৷ ইতিমধ্য়ে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ যত দ্রুত সম্ভব সকলকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন ৷

লোকসভা নির্বাচনের কারণে দেশের প্রতিটি বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ সম্প্রতি দেশে মাদক পাচারের চেষ্টায় পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের এক নাগরিককে গ্রেফতার করে ডিআরআই ৷ তার কাছ থেকে 11 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর । 1108 গ্রাম ওজনের 74টি কোকেন ক্য়াপসুল পেটের ভিতরে নিয়ে এসেছিল সে ৷ পরে আদালতের নির্দেশে পেট কেটে বের করা হয় সেই ক্য়াপসুল ৷

আরও পড়ুন:

লখনউ, 4 এপ্রিল: সোনা পাচারের অভিযোগে লখনউ বিমানবন্দরে আটক করা হয়েছিল 36 জনকে ৷ অসুস্থতার ভান করে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে পালিয়ে 30 জন ৷ ইতিমধ্য়েই পলাতকদের খোঁজে তল্লাশি শুরু করেছে শুল্ক এবং পুলিশ আধিকারিকরা ৷

সোমবার লখনউয়ের চৌধুরি চরণ সিং বিমানবন্দর থেকে 36 জনকে আটক করে শুল্ক দফতর এবং ডিরেক্টরেট অফ রেভেনিউ ইনটেলিজেন্সের (ডিআরআই) আধিকারিকরা ৷ অভিযুক্তরা সকলেই শারজার বাসিন্দা ৷ লখনউ পুলিশের অ্য়াডিশনাল ডেপুটি কমিশনার শশাঙ্ক সিং জানান, তল্লাশি চালানোর সময় ধৃতদের কাছ থেকে 3 কোটি টাকার বেশি সিগারেট এবং নগদ 23.90 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয় ৷ তাদের মধ্যে 6 জন সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে সোনা সঙ্গে করে নিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার কর নেয় ৷

এরপর 30 জনকে জিজ্ঞাসাবাদের জন্য় ডাকা হয় ৷ সেই সময় একজন অসুস্থতার ভান করেন ৷ ঘটনাটিকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলতার সৃষ্টি হয় ৷ সেই পরিস্থিতিরই সুযোগ নিয়ে আধিকারিকদের চোখ এড়িয়ে পালিয়ে যায় সকলে ৷ কড়া নিরাপত্তা বলয় ভেদ করে কীভাবে এই ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন অ্য়াডিশনাল ডেপুটি কমিশনার ৷ ইতিমধ্য়ে অভিযুক্তদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ যত দ্রুত সম্ভব সকলকে গ্রেফতার করার চেষ্টা করছে পুলিশ প্রশাসন ৷

লোকসভা নির্বাচনের কারণে দেশের প্রতিটি বিমানবন্দরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ সম্প্রতি দেশে মাদক পাচারের চেষ্টায় পশ্চিম আফ্রিকার সিয়েরা লিওনের এক নাগরিককে গ্রেফতার করে ডিআরআই ৷ তার কাছ থেকে 11 কোটি টাকার কোকেন বাজেয়াপ্ত করে কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর । 1108 গ্রাম ওজনের 74টি কোকেন ক্য়াপসুল পেটের ভিতরে নিয়ে এসেছিল সে ৷ পরে আদালতের নির্দেশে পেট কেটে বের করা হয় সেই ক্য়াপসুল ৷

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.