ETV Bharat / bharat

দিল্লি-দুবাই বিমানে বোমাতঙ্ক ! ভুয়ো মেইল পাঠানোর অভিযোগে আটক এক কিশোর - Airport Bomb Hoax - AIRPORT BOMB HOAX

Boy Detained for sending bomb hoax mail: মজা করে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্কের মেইল পাঠিয়েছিল ৷ অবশেষে তাকে আটক করল দিল্লি পুলিশ ৷

bomb hoax mail
দিল্লি-দুবাই বিমানে বোমাতঙ্ক (নিজস্ব চিত্র)
author img

By PTI

Published : Jun 23, 2024, 8:04 PM IST

নয়াদিল্লি, 23 জুন: মজা করে ভুয়ো মেইল পাঠিয়ে বোমা আতঙ্কের সৃষ্টি করে বিপাকে এক কিশোর ৷ 13 বছরের ওই কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে তাঁকে তাঁর বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ ৷

ঘটনার সূত্রপাত সোমবার ৷ একটি মেইল আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে, যার থেকে বোমার আতঙ্ক ছড়ায় ৷ মেইলে বলা হয়, দিল্লি-দুবাইগামী বিমানে বোমা রাখা আছে ৷ মেইল পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের ৷ খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের ৷ যদিও তল্লাশি করে সন্দেহজনক কোনও কিছু উদ্ধার হয়নি বলে খবর ৷ এরপরই তদন্তে জানা যায়, মেইলটি পাঠিয়েছে 13 বছরের এক কিশোর ৷

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গপানি জানান, সোমবারের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয় ৷ তারপরই আটক করা হয় ওই কিশোরকে ৷ তিনি আরও বলেন, "তদন্তে জানা যায় শুধুমাত্র মজা করার জন্য মেইলটি পাঠিয়েছিল ওই কিশোর ৷ মেইল পাঠানোর পর নিজের আইডি মুছে ফেলে সে ৷ বিষয়টি নিয়ে ভয়ে পরিবারের লোকজনকেও কিছু বলেনি সে ৷ পরে ট্র্যাক করে জানা যায় মেইলটি উত্তরাঞ্চলের পিতোরাগড় এলাকা থেকে পাঠানো হয়েছে ৷"

আটক হওয়ার পর পুলিশের কাছে কিশোর জানায়, পড়াশোনার জন্য মোবাইল ফোন হাতে পায় সে ৷ মজা করার জন্য মেইল পাঠিয়েছিল সে ৷

নয়াদিল্লি, 23 জুন: মজা করে ভুয়ো মেইল পাঠিয়ে বোমা আতঙ্কের সৃষ্টি করে বিপাকে এক কিশোর ৷ 13 বছরের ওই কিশোরকে আটক করেছে দিল্লি পুলিশ ৷ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের পর সতর্ক করে তাঁকে তাঁর বাবা-মায়ের হাতে তুলে দিয়েছে পুলিশ ৷

ঘটনার সূত্রপাত সোমবার ৷ একটি মেইল আসে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে, যার থেকে বোমার আতঙ্ক ছড়ায় ৷ মেইলে বলা হয়, দিল্লি-দুবাইগামী বিমানে বোমা রাখা আছে ৷ মেইল পাওয়া মাত্রই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিমানবন্দর চত্বরে ৷ নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয় যাত্রীদের ৷ খবর দেওয়া হয় বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদের ৷ যদিও তল্লাশি করে সন্দেহজনক কোনও কিছু উদ্ধার হয়নি বলে খবর ৷ এরপরই তদন্তে জানা যায়, মেইলটি পাঠিয়েছে 13 বছরের এক কিশোর ৷

দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার উষা রঙ্গপানি জানান, সোমবারের ঘটনায় একটি এফআইআর দায়ের করা হয় ৷ তার ভিত্তিতে তদন্ত শুরু করা হয় ৷ তারপরই আটক করা হয় ওই কিশোরকে ৷ তিনি আরও বলেন, "তদন্তে জানা যায় শুধুমাত্র মজা করার জন্য মেইলটি পাঠিয়েছিল ওই কিশোর ৷ মেইল পাঠানোর পর নিজের আইডি মুছে ফেলে সে ৷ বিষয়টি নিয়ে ভয়ে পরিবারের লোকজনকেও কিছু বলেনি সে ৷ পরে ট্র্যাক করে জানা যায় মেইলটি উত্তরাঞ্চলের পিতোরাগড় এলাকা থেকে পাঠানো হয়েছে ৷"

আটক হওয়ার পর পুলিশের কাছে কিশোর জানায়, পড়াশোনার জন্য মোবাইল ফোন হাতে পায় সে ৷ মজা করার জন্য মেইল পাঠিয়েছিল সে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.