সরাইকেলা (ঝাড়খণ্ড), 30 জুলাই: দুর্ঘটনাগ্রস্ত হাওড়া-মুম্বই মেল। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন হল হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস। চক্রধরপুর বিভাগের বাদাবাম্বো-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে এই দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনায় এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ অনেক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। ত্রাণ ও উদ্ধার কাজ চলছে ৷
হাওড়া-মুম্বই মেল (12810) সোমবার সন্ধ্যা 7টা 35 মিনিটে হাওড়া থেকে ছাড়ে ৷ মঙ্গলবার ভোর 4.30 টার সময় ঝাড়খণ্ডের চক্রধরপুর বিভাগের বাদবাম্বো-রাজখরসাওয়ান রেলওয়ে স্টেশনের মধ্যে পোটো বেদা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে ৷ ট্রেনটির চারটি সাধারণ বগি ছাড়া বাকি সব বগিগুলি লাইনচ্যুত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে ৷ অনেকে যাত্রীই আহত হয়েছেন বলে রেল সুত্রে জানা গিয়েছে । প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে ত্রাণ তৎপরতা শুরু করেছেন ৷ ঘটনার দুঃখপ্রকাশ করে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
Derailment of 12810 Howrah - Mumbai Mail near Barabamboo station of Chakradharpur Division, Helpline Numbers
— Ministry of Railways (@RailMinIndia) July 30, 2024
Tatanagar: 06572290324
Chakradharpur: 06587 238072
Rourkela: 06612501072/ 06612500244
Howrah: 9433357920/ 03326382217
Jharsuguda: 06645-272530
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সরায়কেলা-খরসাওয়ানের জেলা প্রশাসক রবিশঙ্কর শুক্লাও। রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ত্রাণ ও উদ্ধার কাজ শুরু করা হয়েছে। আহতদের চক্রধরপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় ট্রেনের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ঘটনার পর কয়েকজন বগি থেকে বেরিয়ে আসেন। কেউ কেউ সেখানে আটকা পড়েছিলেন। যাঁদের উদ্ধার করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এই দুর্ঘটনার পর বেশ কয়েকটি ট্রেন বাতিল এবং কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তন করা হয়েছে ৷ রেলের তরফে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে ৷
তবে কীভাবে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয় ৷ তবে রেলের এক পদস্থ কর্তা জানিয়েছেন, যে জায়গায় মুম্বইগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়েছে, তার কাছেই একটি মালগাড়িও বেলাইন হয়েছে ৷ তবে তার সঙ্গে দুর্ঘটনার সঙ্গে কোনও যোগ রয়েছে কি না, তা এখনও জানা যায়নি ৷