Bankura Murder : অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ স্ত্রী-র বিরুদ্ধে - Wife Accused of Murdering Husband
🎬 Watch Now: Feature Video
অবৈধ সম্পর্কের জেরে স্বামী গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল স্ত্রী-র বিরুদ্ধে (Wife allegedly killed husband due to extramarital affair)। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে পাত্রসায়র থানার অন্তর্গত হাট কৃষ্ণনগর সায়রের পাড় এলাকায় চাঞ্চল্য ছড়াল । মৃত ব্যক্তির নাম মোরে বাউরি (40)। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের সদস্যদের দাবি, মোরে বাউরি স্ত্রী-র সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে ৷ আর পথের কাঁটা সরাতেই স্বামীকে খুন করেছে সে । খবর পেয়ে পাত্রসায়র থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷