Bison Rampages: মালবাজারের চা-বাগানে বাইসনের তাণ্ডবে জখম 2 - মালবাজারের চা বাগানে বাইসনের তাণ্ডবে জখম 2
🎬 Watch Now: Feature Video
মালবাজার ব্লকের চা-বাগানে ঢুকে পড়ল বাইসন । লোকালয়ে বাইসনের তাণ্ডবে আহত দুই (Two people injured as Bisons rampages into the locality at Mal Bazar block) । ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মালবাজার ব্লকের মিনগ্লাস চা-বাগানে । জানা গিয়েছে, রবিবার সকালে মিনগ্লাসের পার্শ্ববর্তী ভুট্টাবাড়ি জঙ্গল থেকে চারটি বাইসন চা-বাগানে ঢুকে পড়ে । বাইসনের উপস্থিতি বুঝতে পেরেই খবর দেওয়া হয় বনদফতরে । বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছনোর আগেই বাইসনের হানায় আহত হন দু'জন । যার মধ্যে একজন মহিলাও রয়েছেন । পীয়ুস মুন্ডা নামে এক ব্যক্তি আহত হলেও মহিলার পরিচয় জানা সম্ভব হয়নি । আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় । ইতিমধ্যে দু'টি বাইসন ফের জঙ্গলে ঢুকে গেলেও বাকি দু'টি বাইসন চা-বাগানেই রয়ে গিয়েছে । পাশাপাশি বাইসন দেখতে ভিড় করেছে মানুষজন । বাইসনটি জঙ্গলে ফেরানোর চেষ্টা করছে বন দফতর ।