নয়নজুলিতে বাস, আহত 20 - নয়নজুলিতে উলটে গেল যাত্রীবোঝাই বাস
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-10634698-772-10634698-1613408017700.jpg)
বাসের সামনের চাকা পাংচার হয়ে নয়নজুলিতে উলটে গেল যাত্রীবোঝাই বাস। ঘটনায় প্রায় 20 জন আহত হয়েছেন । সোমবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের বড়বেলুন গ্রাম এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভাতার থানার পুলিশ । আসে দমকলের একটা ইঞ্জিনও । পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভরতি করে । মালডাঙা থেকে বাসটি বর্ধমানের দিকে যাচ্ছিল । বড়বেলুন গ্রাম এলাকায় হঠাৎ করে বাসের সামনের চাকা পাংচার হয়ে যায় । এর পরেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে নয়নজুলিতে উলটে যায়।