বনধে অশান্তির আতঙ্ক, হেলমেট পরে চা বিক্রি দোকানদারের

By

Published : Jan 8, 2020, 12:45 PM IST

thumbnail
বনধের দিন সাধারণত ঝুট ঝামেলা নিয়ে আতঙ্কে থাকেন সাধারণ মানুষ । ব্যতিক্রম নয় দোকানদাররাও ৷ তাঁরাও যে বনধের দিনে যে চরম আতঙ্কে থাকেন সেই দৃশ্য দেখা গেল আজকের হরতালে । হাজরা মোড়ে এক দোকানদার মাথায় হেলমেট পড়ে সকাল থেকে বিক্রি করতে লাগলেন চা । যা কিনা আজকের ধর্মঘটের বাজারে এক অভিনব দৃশ্য। সাধারণত পুলিশের মাথায় থাকে হেলমেট । এমনকী, কয়েকটি ধর্মঘটে বাস চালকের মাথাতেও হেলমেট দেখা গিয়েছে । কিন্তু ধর্মঘটীদের ছোড়া ইটের আঘাত থেকে মাথা বাঁচাতে হেলমেট পড়া দোকানদারকে দেখতে পাওয়া গেল এবারে প্রথম । মাথায় হেলমেট পড়ে হাজরা মোড়ে চা বেচছেন দোকানদার প্রশান্ত গিরি । ETV ভারতকে তিনি জানালেন আশঙ্কার কথা । প্রশান্ত বাবু বলেন, ''হাজরা মোড়ে রাজনৈতিক পরিস্থিতির প্রভাব থাকেই সাধারণত । আজ বনধের দিন গন্ডগোল হতেই পারে । ইটের আঘাত থেকে মাথাকে বাঁচতেই হেলমেট পরা।" পাশাপাশি তিনি জানালেন, 40 বছর ধরে দোকানদারি করলেও আগের কোনও বনধে এভাবে হেলমেট তাঁকে পড়তে হয়নি । আতঙ্ককে ভর করেই প্রশান্তবাবু যে তার চায়ের দোকান খুলেছেন তা হেলমেট পরা চেহারা এবং বক্তব্যে একপ্রকার স্পষ্ট ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.