Suvendu on Mamata-Abhishek : ‘‘পিসি-ভাইপোর ডিগ্রিটাই ভুয়ো, মিথ্যে লগ্নে জন্ম’’, আক্রমণ শুভেন্দুর - Suvendu on Mamata Abhishek
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15262007-548-15262007-1652329886902.jpg)
হাওড়ায় সংকল্প মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ বুধবার এই মিছিল থেকেই মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘পিসি-ভাইপো দু’জনেই মিথ্যে লগ্নে জন্মেছে ৷ ওদের ডিগ্রিও ভুয়ো ৷’’ এই সংকল্প যাত্রা থেকে তিনি উল্লেখ করেন, রাজ্যের মানুষ জানতে চায় রুচিরা নারুলা ম্যাডাম কে ? কেনই বা এদের থাইল্যান্ড অ্যাকাউন্টে প্রতিমাসে টাকা জমা পড়ে ৷ বুধবারের এই সংকল্প মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী-সহ হাওড়ার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী, বালির প্রাক্তন বিধায়ক বৈশালী ডালমিয়া সহ অন্যান্য জেলা নেতৃত্ব। কয়েক হাজার কর্মী নিয়ে কদমতলা বাসস্ট্যান্ড থেকে হাওড়া ময়দান পৌঁছয় বিরোধী দলনেতার মহামিছিল (Suvendu On Mamata and Abhishek)।