Sujan Criticises Mamata: 'মালকিনের বাড়িতেই তো সম্পদের পাহাড়, কালীঘাট ঘিরতে হবে', মমতাকে বিঁধলেন সুজন - Sujan Chakraborty criticises Mamata Banerjee and demands her arrest

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2022, 11:08 PM IST

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত পার্থ চট্টোপাধ্য়ায়ের অ্যারেস্ট মেমোয় মমতা বন্দ্যোপাধ্য়ায়ের নাম ও মোবাইল নম্বর লেখা রয়েছে ৷ ইডি সূত্রে এমনই খবর ৷ বিষয়টি নিয়ে ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব ৷ বিষয়টিকে নিয়ে এবার রাজ্যের শাসকদলকে পালটা বিঁধলেন সিপিএম নেতা সুজন চক্রবর্তী (Sujan Chakraborty criticises Mamata Banerjee and demands her arrest) ৷ রবিবার তিনি বলেন,"পার্থ চট্টোপাধ্যায়ের এফআইআর মেমোতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় উষ্মা প্রকাশ করেছেন তৃণমূল নেতারা । কিন্তু এটা হিমশৈলের চূড়ামাত্র । পার্থ চট্টোপাধ্যায়তেই তো শেষ নয় । কানের ওপরে মাথাটা তো আছে । মালকিনের ঠিকানা তো কালীঘাট । মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটেই দুর্নীতির পাহাড় প্রমাণ টাকা জমা রয়েছে । অবিলম্বে সেই বাড়ি ঘিরে ফেলা দরকার । মুখ্যমন্ত্রীর অপরাধ স্বীকার করা, মান্যতা , গ্রেফতার সবকিছুই হবে । না হলে বাংলার মানুষ শান্তি পাবে না । হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের জীবন শেষ করে দিয়েছেন ।"

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.