STF and Police Raid: এসটিএফ ও কাঁকসা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার 2 মাদক পাচারকারী - এসটিএফ ও কাঁকসা পুলিশের যৌথ অভিযান
🎬 Watch Now: Feature Video
স্পেশাল টাস্ক ফোর্স এবং কাঁকসা পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার দুই পাচারকারী (STF and Police Raid) ৷ গোপনসূত্রে খবর পেয়ে, এসটিএফের একটি দল রবিবার ভোরে অভিযান চালায় পানাগড় থেকে বীরভূমগামী রাস্তার ওভারব্রিজের আন্ডারপাসে ৷ সেখান থেকেই মাদক-সহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃত বিধান বৈদ্য বাঁকুড়ার বাসিন্দা এবং সঞ্জীব ভক্ত নদিয়ার বাসিন্দা বলে খবর কাঁকসা পুলিশ সূত্রে ৷ ধৃতদের কাছ থেকে দু'কেজি মাদক পাওয়া গিয়েছে ৷ ঘটনায় আরও কেউ জড়িত কি না, জানতে ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ৷ পাশাপাশি এই বিপুল পরিমাণ মাদক কোথায় পাচার করা হচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷