Partha Chatterjee: পার্থর স্বাস্থ্য পরীক্ষায় এসএসকেএম-এ এল উন্নত মেশিন - ইডি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jul 24, 2022, 3:08 PM IST

এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় (SSC Recruitment Scam) গ্রেফতার হওয়া রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ আজ তাঁর আরও বেশকিছু শারীরিক পরীক্ষা করানো হবে ৷ তার জন্য বাইরে থেকে উন্নতমানের পোর্টেবল এক্স-রে মেশিন নিয়ে আসা হয় এসএসকেএম হাসপাতালে (SSKM Administration Brings Portable X-Ray Machine for Partha Chatterjee Health Chekup) ৷ গতকাল রাতে তাঁকে আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয় ৷ সেখানে প্রথমেই তাঁকে আইসিসিইউ-তে ভর্তি নেওয়া হয় ৷ এর পর রাতে 3 তলার এসি 1নম্বর কেবিনে স্থানান্তর করা হয় ৷ আজ সকালেও পার্থ চট্টোপাধ্যায়ের বেশ কিছু শারীরিক পরীক্ষা করানো হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর ৷ তারই মাঝে পোর্টেবল এক্স-রে মেশিন নিয়ে আসা হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ৷ এক্স-রে হয়ে যাওয়ার পর মেশিনটি বের করে নিয়ে যাওয়া হয়েছে ৷ অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার খোঁজ নিতে এ দিন সকাল থেকেই এসএসকেএম হাসপাতালের বাইরে জমায়েত করেন বেহালা পশ্চিম বিধানসভার একাধিক তৃণমূল নেতা ও কর্মীরা ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.