Durga Puja 2022: নবমীর সন্ধ্যায় পাড়ায় পুজো প্যান্ডেলে সৌরভ - সৌরভ গঙ্গোপাধ্য়ায়
🎬 Watch Now: Feature Video
আজ মহানবমী (Durga Puja 2022) ৷ নবমীর সন্ধ্যায় একেবারে সাবেকি সাজে পাড়ার পুজো বেহালা প্লেয়ার্স কর্নারে (Behala Players Corner)-এর পুজোমণ্ডপে দেখা গেল সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে (Sourav Ganguly) ৷ বড়িশার এই ক্লাব যে পাড়ায়, সেই পাড়াতেই বাড়ি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভের ৷ এই পুজোর সঙ্গে তাঁর আত্মার যোগ ৷ ছোট থেকেই এই পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছেন তিনি ৷ এর আগে এই পুজোয় একাধিকবার ঢাক বাজাতেও দেখা গিয়েছে মহারাজকে ৷