Sinhobahini Agitation : কালিয়াচকের ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে অবরোধ সিংহবাহিনীর - Sinhobahini Agitation
🎬 Watch Now: Feature Video
মালদহের কালিয়াচক-সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর বঞ্চনা ও লাঞ্ছনার প্রতিবাদে মঙ্গলবার নদিয়ার শান্তিপুরের বাবলা গোবিন্দপুর বাইপাসে 34 নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সিংহবাহিনী নামে অরাজনৈতিক হিন্দুদের সংগঠনের সদস্যরা (Sinhobahini Agitation)। বিক্ষোভে উপস্থিত ছিলেন সিংহবাহিনীর নদিয়া জেলার সভাপতি দীপক সান্যাল, শান্তিপুরের সভাপতি সুরজিৎ রায়-সহ জেলা কমিটির এবং স্থানীয় সদস্যরা । রাস্তার ওপর টায়ার জ্বালিয়ে প্রায় কুড়ি মিনিটেরও বেশি সময় ধরে তারা বিক্ষোভ দেখান । বিক্ষোভকারীদের অভিযোগ,কালিয়াচক,চাপড়া-সহ বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর লাঞ্ছনার ঘটনা ঘটেছে । কালিয়াচকের ঘটনায় ওসিকে অপসারণের দাবি করেছেন বিক্ষোভকারীরা । তাঁরা বলেন, "গোটা রাজ্য-সহ ভারতবর্ষে যেভাবে মুসলিমদের দ্বারা হিন্দুরা আক্রান্ত হচ্ছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ।" রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে দীর্ঘক্ষন ধরে ব্যপক যানজটের সৃষ্টি হয় । শান্তিপুর থানার পুলিশ অবরোধকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার ব্যবস্থা করেন ।