Shootout at Dumdum: সাতসকালে দমদমে গুলি, অল্পের জন্য রক্ষা পেলেন দমকল কর্মী - Shootout at Dumdum

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 21, 2022, 10:46 AM IST

Updated : Jun 22, 2022, 5:34 PM IST

দমদম দমকল কেন্দ্রের কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ (Allegedly Shooting A Fire Station Employee in Dumdum) ৷ লক্ষ্যভ্রষ্ট হওয়ায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন দমকল কর্মী স্নেহাশিস রায় ৷ আজ সকাল 8টা 10 মিনিট নাগাদ ঘটনাটি ঘটে দমদম পৌরসভার সামনে ৷ আক্রান্ত দমকল কর্মী জানান, এক ব্যক্তি ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র বের করে তাঁকে লক্ষ্য করে গুলি চালায় (Shootout at Dumdum) ৷ কিন্তু, লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কোনওমতে প্রাণে বাঁচেন দমকল কর্মী ৷ এর পর সেখান থেকে পালিয়ে যান তিনি ৷ দমকল কর্মী স্নেহাশিস রায়ের দাবি, কয়েকদিন আগে রাস্তায় গাড়ি চালানোর সময় একটি দুর্ঘটনা ঘটে ৷ সেই দুর্ঘটনাকে কেন্দ্র করে এক ব্যক্তির সঙ্গে তাঁর বচসা হয়েছিল ৷ সেই ব্যক্তি এই কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন বলে দাবি করেন তিনি ৷ দমদম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে (Close shave for fire station employee)৷
Last Updated : Jun 22, 2022, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.