Saumitra Khan on Jangal Mahal : জঙ্গলমহলকে 'রাঢ় বাংলা' নামে পৃথক রাজ্যের দাবি সৌমিত্রর - বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ
🎬 Watch Now: Feature Video
সোমবার বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংবাদিকদের মুখোমুখি হন সৌমিত্র খাঁ ৷ বর্তমান সরকারের দুর্নীতি নিয়ে ফের একবার মুখ খুললেন তিনি ৷ তিনি বলেন, "জঙ্গলমহলকে আলাদা রাজ্য করতে হবে (Saumitra Khan demanded to make Jangalmahal a separate state) ৷ এই বাংলাতে নেতা কেনাবেচা তো চলতেই থাকে, নেতারা দামোদরের বালি নিয়ে বড় বড় বাড়ি বানিয়ে ফেলছেন, আমাদের এলাকার বালি পাথর দিয়ে তাঁরা অট্টালিকা তৈরি করছেন, আমরা এটা আর হতে দেব না। তাই আমরা বারবার জঙ্গলমহলকে আলাদা রাজ্য করার দাবি জানাচ্ছি ৷" এছাড়াও জঙ্গলমহলকে 'রাঢ় বাংলা' নামে আলাদা রাজ্য করার দাবি জানান তিনি।