Road Block In Asansol : দু'দিন ধরে লোডশেডিং, বিক্ষোভে জাতীয় সড়ক অবরোধ - Road Block In Asansol
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15152213-thumbnail-3x2-asan.jpg)
একে প্যাচপেচে গরম। তার উপর লোডশেডিং। ধৈর্যহীন হয়ে বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন (Road Block In Asansol)। শুক্রবার বিকেলে আসানসোল উত্তর থানার অন্তর্গত শীতলা গ্রাম এলাকায় এই অবরোধকে ঘিরে চাঞ্চল্য ছড়ায় ৷ বাসিন্দারা জানিয়েছেন, গত দু'দিন ধরে তাদের গ্রামের ট্রান্সফর্মার খারাপ হয়ে গিয়েছে। ফলে গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে ৷ বাসিন্দাদের আরও অভিযোগ, বিদ্যুৎ বিভাগ থেকে বারবার পুরনো খারাপ ট্রান্সফর্মার নিয়ে যাওয়া হচ্ছিল। সেই কারনেই বারবার বিকল হয়ে যায় ট্রান্সফর্মাগুলি।" এর পরেই শুক্রবার দুপুরের পর থেকে বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
TAGGED:
Road Block In Asansol