যশ মোকাবিলায় রানাঘাটে কুইক রেসপন্স টিম - যশ মোকাবিলায় রানাঘাটে কুইক রেসপন্স টিম
🎬 Watch Now: Feature Video
ঘূর্ণিঝড় যশে মোকাবিলায় রানাঘাট মহকুমায় এল কুইক রেসপন্স টিম ৷ আজ এই দল রানাঘাট এসডিও অফিসে এসে পৌঁছায় । 9 সদস্যের এই কুইক রেসপন্স টিম ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে । এই টিমের সঙ্গে থাকছে সমস্ত রকমের ইকুপমেন্ট । গাছ কাটা থেকে শুরু করে বাড়ি চাপা পড়া এবং জলে ডোবার মতো ঘটনা মোকাবিলায় এই দল অগ্রণী ভূমিকা নেবে ৷