Puppetry In Bankura : বিলুপ্তপ্রায় পুতুলনাচের স্মৃতিচারণ - Puppetry In Bankura
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-15421770-thumbnail-3x2-putul.jpg)
ভারতীয় সংস্কৃতির একটি বিলুপ্তপ্রায় নাচের মধ্যে উল্লেখযোগ্য পুতুল নাচ (Puppetry In Bankura) ৷ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের রাজকুমার হাইস্কুল হারিয়ে যাওয়া একটি অধ্যায়কে মনে করাল । একটা সময় ছিল যখন গ্রাম গঞ্জের অলিতে গলিতে এবং শহরের আলোক ঝলমলে রঙ্গমঞ্চে দাপিয়ে বিরাজ করত পুতুলদের নিয়ে তৈরি নাটক ৷ কিন্তু সেই সব দিন এখন ইন্টারনেটে বন্দি জীবনে ৷ এমতাবস্থায় ভারতীয় সংস্কৃতির বহু প্রাচীন ঐতিহ্য হারিয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতিটা মুহূর্তে । আর সেই রকমই একটি স্মৃতির গহ্বরে চলে যাওয়া ঐতিহ্যের পুতুল নাচের জমজমাট আসর অনুষ্ঠিত হল রাজখামার হাইস্কুলে ৷ তাতে খুশি সকলে ৷ পুতুল নাচ বিগত সময়ের বিনোদনের একটি অন্যতম অঙ্গ ছিল, এই বর্তমানেও হয়ে উঠতে পারে যদি সরকার বাহাদুর সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেইসব সংগঠনের দিকে যারা সংস্কৃতির একটি বিশেষ অঙ্গকে এখনও পথ দেখাচ্ছেন ৷
TAGGED:
Puppetry In Bankura