Left Front Agitation Programme : বামেদের পৌরসভা অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা দুর্গাপুরে - Left Front Agitation Programme
🎬 Watch Now: Feature Video
দুর্গাপুর রক্ষা করো, এই দাবিকে সামনে রেখে বুধবার দুর্গাপুর নগরনিগম অভিযানের ডাক দিয়েছিল বামেরা ৷ সঙ্গে ছিল আরও 18 দফা দাবি ৷ এই অভিযানকে কেন্দ্র করে এদিন উত্তপ্ত হয়ে ওঠে নগরনিগম চত্বর ৷ বাম কর্মী-সমর্থকরা দুর্গাপুর নগরনিগমের ভিতরে ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে বচসা । ব্যারিকেড ফেলে এগোনোর চেষ্টা করলে বাম সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় (police and left supporters clash in durgapur) ৷ পরে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশের বিরুদ্ধে শান্তিপূর্ণ গনতান্ত্রিক আন্দোলনকে ভেঙে দেওয়ার অভিযোগ এনেছে বামেরা ৷