Aroop Biswas: ঘরে ফিরল নিথর দেহ, বিমানবন্দরে পর্বতারোহীকে শেষ শ্রদ্ধা মন্ত্রী অরূপের - Uttarakhand Avalanche
🎬 Watch Now: Feature Video
গত মাসের দ্বিতীয় সপ্তাহে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে দ্রৌপদী কা ডান্ডা-2 পর্বত শৃঙ্গ জয় করার জন্য এ রাজ্য থেকে বেশ কয়েকজন পর্বতারোহী পাড়ি দেন । কিন্তু মঙ্গলবার নবমীর সকালে ভয়াবহ তুষারধসে আটকে পড়েন 41 জন সদস্যের একটি পর্বতারোহীর দল । এরমধ্যে কমপক্ষে দশজনের মৃত্যু হয় বলে উত্তরাখণ্ডের পর্বতারোহণ প্রশিক্ষণ কেন্দ্র নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং (এনআইএম) সূত্রে জানা যায় । তারমধ্যে ছিলেন তিনজন বাঙালি পর্বতারোহী । এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, এই তিন জনেরই মৃত্যু হয়েছে । সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছয় অমিত সাউয়ের দেহ । রাজ্য সরকারের পক্ষ থেকে কলকাতা বিমানবন্দরে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)।