যশের তাণ্ডব শেষ হতেই ভারী বৃষ্টিতে জলমগ্ন হাওড়া

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 28, 2021, 8:40 PM IST

ঘূর্ণিঝড় যশের রেশ কাটতে না কাটতেই প্রবল বৃষ্টি হাওড়ায় । সকাল থেকেই কালো মেঘে আকাশ ঢাকা। দুপুরের পর প্রবল বৃষ্টিতে জলমগ্ন হাওড়া পুর নিগমের কমপক্ষে তিরিশটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা । আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী বেশ কয়েক দফার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পঞ্চানন তলা রোড, রামচরন শেঠ রোড, পঞ্চনন তলা রোড, টিকিয়াপাড়া, দাসনগর, চার্চ রোড,ইস্ট-ওয়েস্ট বাইপাস সহ বিভিন্ন রাস্তা অলিগলি । লকডাউনের জন্য এমনিতেই যানবাহন কম চলছে, তার ওপর বৃষ্টির জন্য কার্যত শুনশান রাস্তাঘাট । হাওড়া ব্রিজ ছিল ফাঁকা । জোয়ারের সময় গঙ্গার জল ঢুকে জলস্তর বেড়ে যায় অনেকটাই । যদিও ভাটার সময় জল নামতে শুরু করে । পৌর নিগমের তরফ থেকে মোট 52টি পাম্প রয়েছে পরিস্থিতি সামাল দিতে । পুর নিগমের তরফে জানানো হয়েছে, জল নিকাশির সব রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.