বুলবুল নিয়ে সতর্কতা, বন্ধ করা হল হাওড়া-কলকাতা ফেরি সার্ভিস - হাওড়া কলকাতা ফেরি সার্ভিস বন্ধ
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/320-214-5009788-thumbnail-3x2-bulbul.jpg)
ঘূর্ণিঝড় বুলবুল নিয়ে সতর্কতার জেরে বন্ধ করে দেওয়া হল হাওড়া ও কলকাতার ফেরি সার্ভিস । বিপর্যয়ের আশঙ্কা করে সমস্ত লঞ্চকে ভালো করে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে । বিপদ এড়াতে ঘনঘন টহল দিচ্ছে রিভার ট্র্যাফিক পুলিশের বোট । ক্রমাগত জলস্তর বাড়ছে ৷ ইতিমধ্যেই একটি জেটি জলের তলায় চলে গেছে । কার্যত, সকাল থেকেই ফুঁসতে শুরু করেছে গঙ্গা ।