Guwahati Bikaner Express Derail : দোমোহনিতে ট্রেন দুর্ঘটনায় মৃত কমপক্ষে 8, জানালেন এনডিআরএফ আধিকারিক - Maynaguri Jalpaiguri Train accident
🎬 Watch Now: Feature Video
বৃহস্পতিবার বিকেল 5টা নাগাদ ময়নাগুড়ির দোমোহনির কাছে লাইনচ্যুত হয় 15633 আপ গুয়াহাটি-বিকানের এক্সপ্রেস ৷ ঘটনাস্থল থেকে পরিস্থিতি সরাসরি ক্যামেরাবন্দি করলেন ইটিভি ভারতের প্রতিনিধি ৷ উদ্ধারকার্য চালাচ্ছেন এনডিআরএফ, এসএসবি, বিএসএফ জওয়ানরা ৷ এনডিআরএফ-এর এক আধিকারিক শিবু মণ্ডল জানালেন, এখনও পর্যন্ত 8 জনের মৃতদেহ পাওয়া গিয়েছে ৷ একটি বগি আরেকটি বগির উপর উঠে গিয়েছে ৷ বহু জায়গা দুমড়ে মুচড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ৷ তাই নিশ্চিত করে মৃতের সংখ্যা বলা যাচ্ছে সম্ভব নয় ৷ ভিতরে কোথাও কেউ আটকে থাকতেই পারেন ৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে (Guwahati-Bikaner Express Derail update) ৷