GTA Election 2022: শান্তিপূর্ণ জিটিএ নির্বাচন, নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবেন বলে আশাবাদী পাহাড়বাসী - জিটিএ নির্বাচন 2022
🎬 Watch Now: Feature Video
শান্তিপূর্ণ ভাবেই চলছে জিটিএ নির্বাচন 2022 (GTA Election 2022) ৷ গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের নির্বাচনে সকাল থেকে ভোটের লাইনে দেখা গেল পাহাড়বাসীদের (Voters Cast Their Votes Peacefully in Kalimpong) ৷ জিটিএ গঠনের 10 বছর পর প্রথমবার নির্বাচন হচ্ছে ৷ যেখানে সাধারণ মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে দেখা গেল ৷ পাহাড়বাসীর কথায়, এতদিন মনোনীত প্রতিনিধিরা জিটিএ-তে ছিলেন ৷ তাঁরা যথেষ্ঠ ভাল কাজ করেছেন ৷ এখন তাঁদের জায়গায় নির্বাচিত প্রতিনিধিরা আসবেন ৷ নাগরিকদের আশা, তাঁরাও জিটিএ উন্নয়নে ভাল কাজ করবেন ৷