Purulia Bus Strike: কর্মবিরতির জেরে টানা 6 দিন ধরে পুরুলিয়ার রাস্তায় নামেনি সরকারি বাস - Purulia Bus Strike

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Sep 27, 2022, 1:16 PM IST

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার আইএনটিটিইউসি (Indian National Trinamool Trade Union Congress)-এর অনুমোদিত অস্থায়ী কর্মী সংগঠনের অনির্দিষ্টকালের কর্মবিরতির আজ ষষ্ঠ দিন ৷ এই কর্মবিরতির জেরে পুজোর মুখে সরকারি বাস রাস্তায় না নামায় যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়েছে পুরুলিয়ায় (Government Buses Closed for Six Days Due to Strike)। মাসে 26 দিন কাজ, সমকাজে সমবেতন, অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, গোটা রাজ্যে 89 জন বরখাস্ত হওয়া কর্মীকে কাজে ফিরিয়ে নেওয়া, বার্ষিক বেতন বৃদ্ধি-সহ একাধিক দাবি জানিয়ে বুধবার থেকে লাগাতার চলছে এই কর্মবিরতি । চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ বাস যাত্রীরা । এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে পুরুলিয়া ডিপো বিএসএস এবং ডিআরডব্লিউ কর্মীবৃন্দ । জানা গিয়েছে, আন্ত জেলা পরিষেবা এই মুহূর্তে পুরুলিয়া ডিপোর বাসের সংখ্যা 12টি । 2 মাস আগে এই ডিপো থেকে 30টি রুটে বাস চলাচল করত । 2 মাসের মধ্যে সেই সংখ্যা কমে হয়েছে 12টি ।

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.