Panama Lover Couple : গঙ্গোত্রীধামে হিন্দু রীতিতে বিয়ে করল পানামার প্রেমিক যুগল - Panama Lover Couple

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : May 18, 2022, 10:55 PM IST

উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধামে বিয়ে করলেন ভারতীয় সংস্কৃতি ও রীতিনীতির দ্বারা প্রভাবিত হয়ে বিদেশী দম্পতি (Panama Lover Couple) ৷ গঙ্গোত্রী ধামে অবস্থিত ভগীরথ শিলায়, পুরোহিতরা যথাযথভাবে বিবাহ সম্পাদন করেন । গঙ্গোত্রী ধামে বিদেশী দম্পতির বিয়ে দেশ-বিদেশের ভক্তদের মধ্যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয় । মঙ্গলবার গঙ্গোত্রীধামে পানামানিয়ান হোসে গঞ্জালেন এবং ফিলিসাবেথের বিয়ে হয় । আচার্য বিপিন সেমওয়াল, গঙ্গোত্রী ধামের তীর্থ পুরোহিত এবং গঙ্গা পুরোহিত সভার সভাপতি পবন সেমওয়াল ভগীরথ শিলায় পূজা দিয়ে দম্পতির বিবাহ সম্পন্ন করেন । এই সময় নববিবাহিত বিদেশি দম্পতি গঙ্গোত্রী ধামের সৌন্দর্যে মোহিত হন । কনে ফিলিসাবেথ জানান, "দেবভূমির পবিত্র ধামে হিন্দু আচার-অনুষ্ঠানে প্রদক্ষিণ করে তিনি ধন্য হয়েছেন ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.