Rosh Bora স্বাধীনতার প্রাক্কালে রান্নাঘর জমুক স্বদেশিয়ানায়, বানিয়ে ফেলুন রসবড়া - কীভাবে বানাবেন রসবড়া
🎬 Watch Now: Feature Video
রসবড়া নামটার সঙ্গে আমরা সকলেই পরিচিত(Rosh Bora)৷ বিভিন্ন মেলার পাশাপাশি মিষ্টির দোকানে কিনতে পাওয়া যায় এই রসবড়া ৷ তবে আপনি চাইলে অনায়াসেই এই রেসিপি বাড়িতেও বানাতে পারেন ৷ তবে বানাতে কী উপকরণ লাগে বা বানানোর পদ্ধতি জানেন না বলে চিন্তা করার কোনও দরকার নেই । আপনার জন্য রইল রসবড়া বানানোর ঘরোয়া রেসিপি(Rosh Bora Recipe)৷ একবার দেখলে সহজেই বানিয়ে ফেলতে পারবেন ৷