Newtown : নিউটাউনে মদের আসরে বাধা নিরাপত্তরক্ষীর, রড দিয়ে মারধর শ্রমিকদের ; চলল গুলিও - নিউটাউনে লেবারদের মধ্যে বচসা চলে গুলি

🎬 Watch Now: Feature Video

thumbnail

By

Published : Jun 2, 2022, 10:16 AM IST

নিউটাউনে নির্মীয়মাণ বহুতলে মদ্যপান করা নিয়ে নিরাপত্তারক্ষী এবং শ্রমিকদের মধ্যে বচসা, মারামারি (fight over alcohol comsumption)। এক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ । বুধবার রাতে নির্মীয়মাণ বহুতলে বসে কয়েকজন শ্রমিক মদ্যপান করছিলেন ৷ সেই সময় নিরাপত্তারক্ষীরা তাতে বাধা দেয় ৷ মদ্যপানের আসরের একটি ছবিও তোলে । এরপরই বচসা শুরু হয় ৷ অভিযোগ, নিরাপত্তারক্ষীকে রড দিয়ে মারধর করা হয় ৷ তার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করলে এক রাউন্ড গুলিও চলে বলে অভিযোগ । এই গোটা ঘটনায় মোট চারজন আহত ৷ যাদের মধ্যে দু'জন জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন । গোটা ঘটনাটি খতিয়ে দেখছে টেকনো সিটি থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.